সঠিক উচ্চারণে ইংরেজি বলতে পারাটা এক ধরনের বাহাদুরি, আবার এটি প্রয়োজনও। সঠিক উচ্চারণে শুদ্ধভাবে ইংরেজি বললে সেটি শুনতে যেমন ভালো শোনায়, এবং সবাই সহজে তা বুঝতেও পারে। যারা আইএলটিএস/টোইফেল-এর মতো পরীক্ষায় বসেত চায় তাদের জন্যও সঠিক উচ্চারণটা খুব গুরুত্বপূর্ণ। সঠিকভাবে উচ্চারণ করতে পারলে স্পিকিং-এ মার্কস্ ভালো পাওয়া যায়।
1. Chocolate [/ˈtʃɒk(ə)lət/] (চকলেট)
2. Tuesday [tjuːzdeɪ,ˈtjuːzdi/] (টিইজডে(ই))
3. Wednesday [/ˈwɛnzdeɪ,ˈwɛnzdi/] (ওয়েনেসডে(ই))
4. Recipe [/ˈrɛsɪpi/] (রেসিপি)
5. Comfortable [/ˈkʌmf(ə)təb(ə)l/] (কমফটেবল)
6. Vegetable [/ˈvɛdʒtəb(ə)l,ˈvɛdʒɪtəb(ə)l/] (ভেজটেবল)
7. Crisps [/krɪsp/] (ক্রিসপ্)
8. Queue [/kjuː/] (কিউ)
9. Chaos [/ˈkeɪɒs/] (কেয়ওস)
10. Fruit [/fruːt/] (ফ্রু(ই)ট)
Lesson by Dibbendu Dwip