ইংরেজি যে শব্দগুলো আমরা সচরাচর ভুল উচ্চারণ করি

follow-upnews
0 0

সঠিক উচ্চারণে ইংরেজি বলতে পারাটা এক ধরনের বাহাদুরি, আবার এটি প্রয়োজনও। সঠিক উচ্চারণে শুদ্ধভাবে ইংরেজি বললে সেটি শুনতে যেমন ভালো শোনায়, এবং সবাই সহজে তা বুঝতেও পারে। যারা আইএলটিএস/টোইফেল-এর মতো পরীক্ষায় বসেত চায় তাদের জন্যও সঠিক উচ্চারণটা খুব গুরুত্বপূর্ণ। সঠিকভাবে উচ্চারণ করতে পারলে স্পিকিং-এ মার্কস্ ভালো পাওয়া যায়।


1. Chocolate [/ˈtʃɒk(ə)lət/] (চকলেট)

2. Tuesday [tjuːzdeɪ,ˈtjuːzdi/] (টিইজডে(ই))

3. Wednesday [/ˈwɛnzdeɪ,ˈwɛnzdi/] (ওয়েনেসডে(ই))

a-এর সংক্ষিপ্ত উচ্চারণ
a-এর সংক্ষিপ্ত উচ্চারণ

4. Recipe [/ˈrɛsɪpi/] (রেসিপি)

5. Comfortable [/ˈkʌmf(ə)təb(ə)l/] (কমফটেবল)

6. Vegetable [/ˈvɛdʒtəb(ə)l,ˈvɛdʒɪtəb(ə)l/] (ভেজটেবল)

7. Crisps [/krɪsp/] (ক্রিসপ্)

8. Queue [/kjuː/] (কিউ)

9. Chaos [/ˈkeɪɒs/] (কেয়ওস)

10. Fruit [/fruːt/] (ফ্রু(ই)ট)


Lesson by Dibbendu Dwip

Next Post

পঞ্চগড়ে ধূমকেতু সাহিত্য আড্ডা উদ্যাপিত এবং সাহিত্য পদক ’১৭ প্রদান

অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় ধূমকেতু সাহিত্য পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা-২০১৭। রবিবার, ১২ নভেম্বর তারিখে অনুষ্ঠিত মনোজ্ঞ পরিবেশনায় স্বরচিত কবিতা আবৃত্তি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমানুল্লাহ বাচ্চু, কর্মসূচী উদ্বোধন করেন পঞ্চগড় জেলার সম্মানিত জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। উপস্থিত ছিলেন […]
ধূমকেতু সাহিত্য পরিষদ