চাকরির পরীক্ষায় যে অংকগুলো আসে, তার বেশিরভাগ অংকই কোন নিয়ম বা সূত্র ছাড়াই করা যায়। চর্চা প্রয়োজন রয়েছে, তবে খুব বেশি কিছু মুখস্থ করার প্রয়োজন নেই। মুখস্থ করতে গেলে বরং বিপদে পড়বেন। এখন থেকে এই পেজে প্রতিদিন একটি করে করে দেওয়া হবে। উপকৃত হবেন আশা করি।
সহজ একটি অংক : ৩৫% এবং ২৫% এর অনুপাত কত?
Sun Aug 16 , 2015
শুধু শুধু কনফিউজ করা হয়েছে। উভয় সংখ্যার সাথেই যেহেতু পার্সেন্টেজ আছে, তাই পার্সেন্টেজ বাদ দিয়ে হিসেব করতে পারেন। অর্থাৎ, ৩৫ এবং ২৫ এর অনুপাত কত? সমাধান: ৩৫ : ২৫ = ৭ : ৫ (উত্তর)
