৩৫তম বি.সি.এস প্রিলিমিনারি পরীক্ষা: প্রশ্ন সমাধান এবং ব্যাখ্যা

follow-upnews
0 0

বাংলা
১. প্রাচীন যুগের নিদর্শন–
দোহাকোষ/চর্যাপদ

২. মাটির ময়না কার লেখা–

তারেক মাসুদ

৩. অসমাপ্ত আত্মজীবনী–

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৪. দ্রোপদি–

মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী

৫. কপালকুণ্ডলা–

রোমান্টিক উপন্যাস

৬. সার্থক ট্রাজেডি–

ক. কৃষ্ণকুমারী              খ. সধবার একাদশী
গ. শর্মিষ্ঠা                   ঘ. নীলদর্পণ

উ: কৃষ্ণকুমারী

৭. ‘তেল নুন লাকড়ি’ কার লেখা?

ব্যাখ্যা: প্রমথ চৌধুরীর রচনাসমগ্র:
♣ তেল নুন লাকড়ী (১৯০৬)
♣ বীরবলের হালখাতা (১৯১৭)
♣ রায়তের কথা (১৯১৯)
♣ চার-ইয়ারী কথা
♣ আহুতি
♣ প্রবন্ধ সংগ্রহ (১৯৫২)
♣ নীললোহিত
♣ পদচারণ
♣ নানাচর্চা (১৯২৩)
♣ প্রাচীন বঙ্গ সাহিত্যে হিন্দু ও মুসলমান (১৯৫৩)

৮. ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক ছিলেন–

জর্জ ক্লার্ক মার্শম্যান

৯. মঙ্গলকাব্যের কবি নন কে?

ক. কানাহরি দত্ত                 খ. ভারতচন্দ্র
গ. মানিক দত্ত                   ঘ. দাশু রায়

উ: দাশু রায়

ব্যাখ্যা: মঙ্গল কাব্যের কয়েকজন বিখ্যাত কবি
♣ কানাহরি দত্ত
♣ নারায়ন দেব
♣ বিজয়গুপ্ত
♣ বিপ্রদাস পিপলাই
♣ মাধব আচার্য
♣ মুকুন্দরাম চক্রবর্তী
♣ ঘনরাম চক্রবর্তী
♣ ভারতচন্দ্র রায় গুনাকর
♣ ক্ষেমানন্দ
♣ কেতকা দাস ক্ষেমানন্দ
♣ দ্বিজ মধাব
♣ আদি রূপরাম
♣ মানিক রাম
♣ ময়ুর ভট্ট
♣ খেলারাম
♣ ঔপরাম
♣ সীতারাম দাস
♣ শ্যামপণ্ডিত
♣ দ্বিজ বংশী দাস
♣ দ্বিজ প্রভারাম

১০. ‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি?

ক. সলিল                          খ. জলধি
গ. উদক                          ঘ. নীর
ব্যাখ্যা: জল শব্দের সমার্থক শব্দ : বারি, পানি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়।
* জলধি অর্থ সমুদ্র।

১১. মৌলিক স্বর–

৭টি

ব্যাখ্যা:

√ স্বরবর্ণ – ১১টি
√ ব্যঞ্জনবর্ণ – ৩৯ টি
√ মৌলিক স্বরধ্বনি – ৭ টি
√ হ্রসস্বর স্বরধ্বনি – ৪ টি
√ দীর্ঘস্বর স্বরধ্বনি – ৭টি

১২.‘হুলিয়া’ কার লেখা?

নির্মলেন্দু গুন

১৩. নিচের কোন সাহিত্যক আততায়ীর গুলিতে ঢাকায় মৃত্যুবরণ করেন?
সোমেন চন্দ

১৪. “পুরষ্কার-বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার” –বাক্যটিতে নিম্নরেখ পদে স/ষ এর ব্যবহার–

ক. প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
খ. প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
গ. দুটোই শুদ্ধ
ঘ. দুটোই অশুদ্ধ
উ: দুটোয় অশুদ্ধ

১৫. পরশ্ব অর্থ–
পরশু

১৬. প্রত্যয় সাধিত–

ক. প্রলয়                     খ. নিঃশ্বাস
গ. খণ্ডিত                    ঘ. অনুপম
ব্যাখ্যা: খণ্ড + ইত = খণ্ডিত, শব্দটি প্রত্যয় সাধিত। প্রলয় এবং অনুপম উপসর্গ সাধিত, নিঃশ্বাস সন্ধি সাধিত।

১৭. কোনটি বাক্যের গুণ নয়?

ক. যোগ্যতা              খ. আসক্তি
গ. আকাক্সক্ষা           ঘ. আসত্তি
উ: আসত্তি

১৮. “প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।” গীতিকার–
উ: শেখ ওয়াহিদ

১৯. ‘লবণ’ শব্দের বিশেষণ কোনটি?
উ: নোনতা

২০. কোন শব্দ জোড়া বিপরীতার্থক নয়?

ক. অনুলোম-প্রতিলোম               খ. গরিষ্ঠ-লঘিষ্ঠ
গ. নশ্বর-শাশ্বত                         ঘ. হৃষ্ট-পুষ্ট
ব্যাখ্যা: অর্থ বিবেচনা করে দেখতে হবে যে, কোন জোড়া বিপরীত শব্দজোড় নয়।

২১. ‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি?

ক. সলিল                          খ. জলধি
গ. উদক                          ঘ. নীর
ব্যাখ্যা: জল শব্দের সমার্থক শব্দ : বারি, পানি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়।
* জলধি অর্থ সমুদ্র।

২২. নিচের কোনটি শুদ্ধ?

ক. মনীষী       খ. মনীষি
গ. মনিষি        ঘ. মনিষী

উ: মনীষী

২৩. consumer goods -এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
উ: ভোগ্যপণ্য

২৪. কোন বাক্যটি শুদ্ধ?

ক. দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
খ. দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
গ. দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
ঘ. দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
উ: দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়

ব্যাখ্যা: দৈন্যতা হয় না, দৈন্য বা দীনতা হয়। ‘মহত্ব’ হয় না, ‘মহত্ত্ব’ হবে। উত্তর: ঘ

২৫. “তাম্বুল রাতুল হইল অধর পরশে।” —অর্থ কী?

ক. ঠোঁটের পরশে পান লাল হলো
খ. পানের পরশে ঠোঁট লাল হলো
গ. অস্তাচলগামী সূর্যের আভায় মুখ রক্তিম দেখা গেল
ঘ. অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল

উ:
ব্যাখ্যা: তাম্বুল অর্থ পান, রাতুল অর্থ লাল, অধর অর্থ ঠোঁট।

২৬. বাংলা ভাষায় শব্দ সাধন হয় নিমোক্ত কোন উপায়ে?
উ: সমাস, লিঙ্গ পরিবর্তন, উপসর্গ যোগে

২৭. “জজ সাহেব” –কোন সমাসের উদাহরণ?

ব্যাখ্যা: যিনি জজ তিনি সাহেব = জজসাহেব (কর্মধারয় সমাস)।

২৮. নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়?

ক. প্রাতিপাদিক              খ. অপিনিহিতি

গ. অভিশ্রুতি                  ঘ. ধ্বনি-বিপর্যয়
ব্যাখ্যা: বিভক্তিহীন নামবাচক শব্দকে প্রাতিপাদিক বলে। এটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়।

২৯. “মিলির হাতে স্টেনগান” –গল্পটি কার লেখা?
উ: আক্তারুজ্জমান ইলিয়াস

আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প:
প্রেমের গপ্পো
রেইনকোট
জাল স্বপ্ন, স্বপ্নের জাল
ফোঁড়া
কান্না
নিরুদ্দেশ যাত্রা
যুগলবন্দি
ফেরারী
অপঘাত
পায়ের নিচে জল
দুধভাতে উৎপাত
সন্তু
ঈদ
মিলির হাতে স্টেনগান

৩০. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
উ: কাহ্নপা

৩১. রবীন্দ্রনাথ এর আদি নিবাস কোথায়?
শিলাদহ, কুষ্টিয়া

৩২. ‘হপ্তপয়কর’ কার লেখা?

ক. সৈয়দ আলাওল               খ. দীনবন্ধু মিত্র
গ. জৈনুদ্দিন                        ঘ. অমিয় দেব

উ: আলাওল
ব্যাখ্যা: আলাওলের সৃষ্টিকর্ম
♣ পদ্মাবতী (১৬৪৮ খৃঃ)
♣ সতীময়না লোরচন্দ্রানী (১৬৫৯খৃঃ)
♣ হপ্ত পয়কর (১৬৬৫ খৃঃ)
♣ সয়ফুলমুলুক-বদিউজ্জামান (১৬৬৯খৃঃ)
♣ সিকান্দারনামা (১৬৭৩খৃঃ)
♣ তোহফা (১৬৬৪খৃঃ)
♣ রাগতালনামা

৩৩. কোনটি ঈশ্বরচন্দ্র জীবনী?

ক. স্মৃতি কথামালা             খ. আত্মকথা
গ. আত্মচরিত                   ঘ. আমার কথা

উ: আত্মচরিত

৩৪. কোনটি রবীন্দ্রনাথের লেখা নয়?

ক. “কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও”?
ক.“অগ্নিগ্রাসী বিশ্বাত্রাসি জাগুক আবার আত্মদান”।
গ. “প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে”?
ঘ. “কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে”।
উ: অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান

ব্যাখ্যা:
♣ রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস।
♣ শেষের কবিতায় একটি লাইন।
♣ রবীন্দ্রনাথের একটি গান।
♣. আমাদের জাতীয় সংগীতের একটি লাইন যা রবীন্দ্রনাথ রচিত।

৩৫. দ্বীপায়ন এর সন্ধি–
ক. দ্বীপ + আয়ন                খ. দ্বিপ + অনট
গ. দ্বীপ + অয়ন                 ঘ. দ্বীপ + অনট
ব্যাখ্যা: জাত বা উৎপন্ন বুঝতে আয়ন যুক্ত হয়। দীপ + আয়ন = দ্বৈপায়ন।

Next Post

৩৫ তম প্রিলিমিনারি পরীক্ষায় ‘প্রিফেস’ বইটি থেকে সরাসরি কমন পড়েছে পঁচিশটি প্রশ্ন, অনুরূপ প্রশ্ন এসেছে একাশিটি

‘নৈতিকতা এবং মূল্যবোধ’ বিষয়টি ছিল এবারের পরীক্ষার জন্য নতুন একটি বিষয়। সবাই এটি নিয়ে হিমশিম খেয়েছে। বাজারের বিভিন্ন বই পড়েও লাভ হয়নি শিক্ষার্থীদের। তবে ‘বিসিএস প্রিলিমিনারি প্রিফেস’ নামে দিকদর্শন প্রকাশনীর বইটি থেকে এ বিষয়ে সাতটি প্রশ্ন সরাসরি কমন পড়েছে। এছাড়াও একটি মিল রয়েছে এ বইটির সাথে। বইটিতে মডেল টেস্ট যেভাবে […]