আপনার পরিবারে যদি কোন মানসিক রোগী থাকে …

follow-upnews
0 0

১. আপনি আপনার পরিবারের কোনো সদস্যের মানসিক সমস্যা সারিয়ে তোলার জন্য সঠিক ব্যক্তি নন, ডাক্তারের পরামর্শ নিতে হবে;

২. আপনার শত চেষ্টা সত্বেও অবস্থা দিনে দিনে আরো খারাপ হতে পারে, কিছুটা ভালো হতেও পারে;

৩. অনেক চেষ্টা করেছেন ভেবে যদি আপনি রাগান্বিত হয়ে হাল ছেড়ে দেন তাতে কোনো লাভ হবে না;

৪. একজন মানসিক রোগীকে মেনে নেওয়া সবার জন্য কঠিন, পরিবারের সদস্যদের জন্য তা আরো কঠিন, কারণ, পরিবারের সদস্যদের বিষয়টির সাথে সবসময় থাকতে হয়;

৫. এ ধরনের সমস্যা গ্রহণ করার মানসিকতা ধীরে ধীরে তৈরি করা প্রয়োজন, তবে সবক্ষেত্রে সবার কাছ থেকে সেটি প্রত্যাশিত নয়. তাই কারো ভুল আচরণে হতাশ হওয়া যাবে না;

৬. যুক্তি দিয়ে বুঝিয়ে একজন মানসিক রোগীকে ভালো করা যায় না, তাই এক্ষেত্রে রোগীর সাথে আলোচনা কোনো কাজে আসবে না;

৭. পরিবারের কোনো সদস্যের মানসিক রোগ সম্পর্কে সম্যক ধারণা নিতে পারলে নিজের সম্পর্কেও কিছু নতুন ব্যাখ্যা বিশ্লেষণ মিলবে;

৮. ব্যক্তিটিকে রোগের সাথে মিলিয়ে ফেলা যাবে না, রোগের ওপর আমরা বিরক্ত হই, তবে ব্যক্তিটিকে ভালোবেসে যেতে হবে, তাহলে রোগটিও কিছুটা সহনীয় পর্যায়ে থাকবে;
৯. এ ধরনের রোগীদের চিকিৎসার জন্য যে ধরনের ওষুধ ব্যবহার করা হয় তার কিছু পাশ্বপ্রতিক্রিয়া রয়েছে, সে সম্পর্কে সচেতন হতে হবে;

১০. আপনি নিজে অবহেলিত বোধ করবেন না, যারা এ বিষয়ে কথা বলতে চায় এবং আপনার জন্য কিছু করতে চায় তাদের সহযোগিতা নিন। 

Next Post

৩৫তম বি.সি.এস প্রিলিমিনারি পরীক্ষা: প্রশ্ন সমাধান এবং ব্যাখ্যা

বাংলা ১. প্রাচীন যুগের নিদর্শন– দোহাকোষ/চর্যাপদ ২. মাটির ময়না কার লেখা– তারেক মাসুদ ৩. অসমাপ্ত আত্মজীবনী– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪. দ্রোপদি– মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী ৫. কপালকুণ্ডলা– রোমান্টিক উপন্যাস ৬. সার্থক ট্রাজেডি– ক. কৃষ্ণকুমারী              খ. সধবার একাদশী গ. শর্মিষ্ঠা                   ঘ. নীলদর্পণ উ: কৃষ্ণকুমারী ৭. ‘তেল নুন লাকড়ি’ কার […]
35th BCS