সহজ একটি অংক : ৩৫% এবং ২৫% এর অনুপাত কত?

follow-upnews
0 0

শুধু শুধু কনফিউজ করা হয়েছে।

উভয় সংখ্যার সাথেই যেহেতু পার্সেন্টেজ আছে, তাই পার্সেন্টেজ বাদ দিয়ে হিসেব করতে পারেন।

অর্থাৎ, ৩৫ এবং ২৫ এর অনুপাত কত?

সমাধান:
৩৫ : ২৫ = ৭ : ৫ (উত্তর) 

Next Post

একটি সংখ্যা ৩২০ থেকে যত বড় ৪৬০ থেকে তত ছোট সংখ্যাটি কত?

খুবই সাধারণ অংক এটি। কিন্তু এ ধরনের অংক পরীক্ষায় আসে খুব। প্রশ্নানুযায়ী সংখ্যাটি আছে মাঝখানে। একটু ছোট সংখ্যা দিয়ে সহজে বুঝে নেওয়া যায় : যদি বলা হয়- একটি সংখ্যা ২ হতে যত বড় ৪ হতে তত ছোট সংখ্যাটি কত? সমাধান : ২+৪/২ = ৩ এবার উপরেরটা পারবেন না? অর্থাৎ সংখ্যা […]

এগুলো পড়তে পারেন