বনভোজনে যাওয়ার উদ্দেশ্যে একটি কারখানার ৬০ জন কর্মচারীর প্রত্যেকে ভাড়ার টাকা সমানভাবে বহন করার শর্তে ২৪০০ টাকায় একটি বাস ভাড়া করা হলো। কিছু কর্মচারী বনভোজনে না যাওয়ায় মাথা পিছু ভাড়া ৮ টাকা বেশি পড়লো। কতজন কর্মচারী বনভোজনে গিয়েছিলেন?

11781727_873777062707699_7728253396585004799_n-219x300


৬০ জন কর্মচারীর সকলে বনভোজনে গেলে মাথাপিছু ভাড়া পড়তো ২৪০০/৬০ টাকা = ৪০ টাকা।
কিছু কর্মচারী না যাওয়ায় মাথাপিছু ভাড়া পড়লো ৪০+৮ = ৪৮ টাকা।
অতএব, বনভোজনে গিয়েছিল ২৪০০/৪৮ = ৫০ জন।

বিদ্র ঃ অকটি এভাবে না এসে পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে। যেমন-
* বনভোজনে যাওয়ার উদ্দেশ্যে একটি কারখানার কিছু কর্মচারীর প্রত্যেকে ভাড়ার টাকা সমানভাবে বহন করার শর্তে ২৪০০ টাকায় একটি বাস ভাড়া করা হলো। ১০ জন কর্মচারী বনভোজনে না যাওয়ায় মাথা পিছু ভাড়া ৮ টাকা বেশি পড়লো। কতজন কর্মচারী বনভোজনে গিয়েছিলেন?