মনে রাখুন, তবে মুখস্থ করার প্রয়োজন নেই

follow-upnews
0 0

Untitled


এটি মাথায় রাখলে অংক করতে অনেক সময় সুবিধা হয়, তবে মুখস্থ রাখার প্রয়োজন নেই। সহজ একটি উদাহরণের সাপেক্ষে তাৎক্ষণিক বের করে নেওয়াও সম্ভব। তবে নিচের হিসেবটি মনে রাখা যেতে পারে।
Untitled 22

Next Post

বনভোজনে যাওয়ার উদ্দেশ্যে একটি কারখানার ৬০ জন কর্মচারীর প্রত্যেকে ভাড়ার টাকা সমানভাবে বহন করার শর্তে ২৪০০ টাকায় একটি বাস ভাড়া করা হলো। কিছু কর্মচারী বনভোজনে না যাওয়ায় মাথা পিছু ভাড়া ৮ টাকা বেশি পড়লো। কতজন কর্মচারী বনভোজনে গিয়েছিলেন?

৬০ জন কর্মচারীর সকলে বনভোজনে গেলে মাথাপিছু ভাড়া পড়তো ২৪০০/৬০ টাকা = ৪০ টাকা। কিছু কর্মচারী না যাওয়ায় মাথাপিছু ভাড়া পড়লো ৪০+৮ = ৪৮ টাকা। অতএব, বনভোজনে গিয়েছিল ২৪০০/৪৮ = ৫০ জন। বিদ্র ঃ অকটি এভাবে না এসে পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে। যেমন- * বনভোজনে যাওয়ার উদ্দেশ্যে একটি কারখানার কিছু […]

এগুলো পড়তে পারেন