মোটিভেশনাল স্পিকার আবশ্যক

CLOSEUPNEWS.COM

সারা বাংলাদেশব্যাপী সেমিনারে লেকচার দেওয়ার জন্য তিনজন মোটিভেশনাল স্পিকার দরকার।

থাকা খাওয়ার ব্যবস্থা এবং লেকচার প্রতি উপযুক্ত সম্মানী দেওয়া হবে।

১. যে বিষয়ে লেকচার দিতে হবে: কেন চাকরি? কী চাকরি? কীভাবে? কেন চাকরি নয়?
২. যতক্ষণ লেকচার দিতে হবে: ১+১ = ২ ঘণ্টা। মাঝখানে দশ মিনিট বিরতি।
৩. যোগ্যতা: জীবনবোধসম্পন্ন, প্রয়োজনীয় শিক্ষা এবং তাত্ত্বিক জ্ঞান আছে এমন যে কেউ।
৪. মাঝে মাঝে ইংরেজিতে কথা বলার সামার্থ এবং মানসিকতা থাকতে হবে।
৫. সম্মানী: আলোচনাসাপেক্ষ।

সেমিনারগুলো শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।

বিদ্র: লেকচারগুলো সুগঠিত হতে হবে, প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টে হতে হবে। প্রতিটি জায়গায় প্রতিটি একই বিষয়ের লেকচারে মূল বক্তব্য একই হতে হবে।

“কেন চাকরি? কী চাকরি? কীভাবে? কেন চাকরি নয়?” শিরোনামে একটি বই প্রকাশিত হবে শীঘ্রই। লেখা জমা দিতে পারেন।

লেখাটি অনুর্ধ ২০০০ শব্দের মধ্যে হতে হবে। লেখা মনোনিত হলে আপনাকে এককালীন ১০০০ টাকা (গিফট্) এবং প্রতি বছর রয়্যালিটি দেওয়া হবে। বইটি বইমেলা ২০২৪-এ প্রকাশিত হবে।

যোগাযোগঃ ০১৮৪ ৬৯ ৭৩২৩২