পড়ে গিয়েও হাততালি দিন
Mon Sep 19 , 2016
শিশু বেলায় হাঁটতে-উঠতে-বসতে মানুষ পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। পড়ে ওঠে পড়ে ওঠে —এভাবে। পড়ে গেলে কেউ না দেখলে কাঁদে না, কেউ দেখলেই শিশুর কান্না বেড়ে যায়। বড় হলেও মানুষ পড়ে, প্রতিনিয়ত পড়ে। সে পড়া দেখা যায় না। রোজ পড়ছে রোজ উঠছে। এভাবে মানুষ একটা লক্ষ্যে গিয়ে পৌঁছে। পড়ে গেলে […]
