আপনার কথা কুণ্ঠিত থাক
বেদনার কথা যদি বল,
তাহলে গুটিয়ে রাখ
আধখোলা পুরনো চাদর।
সময়ের অহেতুক অপচয়ে
কাজ নেই আর।
তুমি, আমি, নাকি সে?
কার মোহে ভেসেছিল কে,
অবেলার অন্ধকারে সে কথা থাক।
বরং দেশলাই খুঁজে
চল করি
উজ্জ্বল আলোর কারবার।
কবি শাহিদা সুলতানা, বর্তমানে বাংলাদেশ সরকারের একজন উপসচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত (এটুআই প্রোগ্রাম)। পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলায়। পিতার নাম গোলাম মাওলা, মায়ের নাম জাহানারা বেগম। পিতা পেশায় সরকারি চাকরিজীবী ছিলেন, এবং তিনি একজন নিভৃত চিত্রশিল্পী। শাহিদা সুলতানা পড়াশুনা করেছেন মোবারকগঞ্জ সুগারমিল হাই স্কুল, মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে। ছেলেবেলা থেকে লেখালেখি করলেও শাহিদা সুলতানার এ পর্যন্ত ৪টি বই প্রকাশিত হয়েছে। শুদ্ধ শিল্পচর্চা করতে চান, পাশাপাশি শিল্প-সাহিত্যের বিকাশে সহায়তাও করতে চানি তিনি। অন্তর্মুখিতা তাঁর চরিত্রের একটি বিশেষ দিক।