Headlines

ওদেরও হালকাভাবে কোপানো যায় না? // বিক্রম আদিত্য

বাংলাদেশ

দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষী হওয়া মানুষগুলোকে
হালকাভাবে একটু কোপানো যায় না?
না মানে, আমি শান্তির পক্ষের লোক।
আমি রোজ সকালে মুখ ধুয়ে বাসে ঝুলি,
রোজ দুপুরে ঘুম আসলেও কাজ করি,
রোজ সন্ধ্যেয় সূর্যাস্ত না দেখে রুটিন দেখি,
রোজ রাতে ঘুমানোর আগে প্রার্থনা করি।
তাই আমি শান্তির পক্ষে স্লোগান দিই,
“দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষী হওয়া মানুষগুলোকে
হালকাভাবে একটু কোপানো যায় না?”


বিক্রম আদিত্য Bikram Aditya

কবি

শিক্ষার্থী