ওদেরও হালকাভাবে কোপানো যায় না? // বিক্রম আদিত্য

follow-upnews
0 0

দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষী হওয়া মানুষগুলোকে
হালকাভাবে একটু কোপানো যায় না?
না মানে, আমি শান্তির পক্ষের লোক।
আমি রোজ সকালে মুখ ধুয়ে বাসে ঝুলি,
রোজ দুপুরে ঘুম আসলেও কাজ করি,
রোজ সন্ধ্যেয় সূর্যাস্ত না দেখে রুটিন দেখি,
রোজ রাতে ঘুমানোর আগে প্রার্থনা করি।
তাই আমি শান্তির পক্ষে স্লোগান দিই,
“দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষী হওয়া মানুষগুলোকে
হালকাভাবে একটু কোপানো যায় না?”


বিক্রম আদিত্য Bikram Aditya

কবি

শিক্ষার্থী

Next Post

ঠিকাদারি লাইসেন্স যেভাবে করবেন ...

ঠিকাদারি লাইসেন্স কীভাবে করবেন? ঠিকাদারি লাইসেন্স আসলে আলাদা কিছু নয়, অন্য আর পাঁচটা লাইসেন্স-এর মতই একটা লাইসেন্স। এগুলোর নাম সাধারণত ‘মেসার্স’ দিয়ে শুরু হয় অথবা নামের শেষে ‘এন্টারপ্রাইজ’ থাকে। যেমন মেসার্স তালুকদার ব্রাদার্স অথবা তালুকদার এন্টারপ্রাইজ এরপর সাবটাইটেল থাকে—ঠিকাদারি এবং সরবরাহকারী প্রতিষ্ঠান। এরপর থাকে প্রোপ্রাইটর: ককককক। লাইসেন্স নিতে হবে ইউনিয়ন […]
লাইসেন্স নবায়ন