ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক কে স্মরণ

আনিসুল হক

আরও কিছুদিন থাকলে ভালো হত না আনিস ভাই?

আমিও বড্ড ক্লান্ত এখন,

একসাথে যেতাম না হয় আমরা তখন।

আনিস ভাই, খুব বেশি ভার হয়ে গিয়েছিল কি

নির্লজ্জ্ব-নিষ্ঠুর এই শহরটার বোঝায়?

নিতাম না হয় আমার দুর্বল কাঁধ পেতে

দু ছটাক ভার আমিও বুঝে।

তাই বলে এভাবে না বলে চলে যাবেন হঠাৎ?

দিতাম না হয় ভাগ করে সেরিব্রাল ভাস্কুলার

না কি জানো থাকে আমাদের!

আনিস ভাই, পথ চেয়ে থাকে যারা

বলেন, কি জবাব দেব এখন তাদের?

কী হত না হলে নগর পিতা,

বেনিয়া এ শহরে সবাই যে শুধু ক্রেতা!

আমরা না হয় এক সাথে শুধু কবিই হতাম,

আপনি তো তা-ই ছিলেন,

মাঝপথে মারা গেল যেন শুধু এক মেয়র!

বড্ড বেশি দুঃখ পেলাম, হাহাকার লুকিয়ে

হেসে উঠলাম–

মানুষগুলো সব অকালে এভাবে মরে গেল!

ঢাকা শহর আচমক যেন শুধু দুঃখে ভারী হল!!


শেকস্ রাসেল, লন্ডন-যুক্তরাজ্য