প্রিয়তম, তুমি কি সত্যি চলে যাবে জেগে?


প্রিয়তম,
ওরা তোমায় ক্লান্ত করে
চলে যাবার পর ত্রস্থ অবসরে
একদিন ডেকেছিলে আমায় জীবনের সন্ধানে।
মুখোমুখি তপস্যায় নিমগ্ন থেকে আমরা
কাটিয়েছিলাম কিছু সময় অবেলায়, আবেশে।


ভেবেছিলাম প্রেম পরীক্ষায় উত্তীর্ণ তবে,
দু’জনার সম্মত গল্প শেষে
অবশেষে আমরা গভীর ঘুমে।


প্রিয়তম,
তুমি কি সত্যি চলে যাবে জেগে,
জঙ্গলে-সমুদ্রে-স্বাধীনতায়-ভোগে?


আবার তুমি ডেকেছ আমায়
শ্রদ্ধায়, অবনত হয়ে ভীষণ লজ্জায়।
একই পথ হতে ফিরে
আমি তোমায় বক্ষে ধরি উদ্ধত হয়ে!


তুমি শুধু চুপটি করে কাঁদো,
যেন হাজার বছরের সকল পাপ
তোমার কাঁধে চাপিয়েছে
ধর্ম-সম্প্রদায়-সমাজ এবং আমিও।


দিব্যেন্দু দ্বীপ