প্রিয়তম, তুমি কি সত্যি চলে যাবে জেগে?

follow-upnews
0 0


প্রিয়তম,
ওরা তোমায় ক্লান্ত করে
চলে যাবার পর ত্রস্থ অবসরে
একদিন ডেকেছিলে আমায় জীবনের সন্ধানে।
মুখোমুখি তপস্যায় নিমগ্ন থেকে আমরা
কাটিয়েছিলাম কিছু সময় অবেলায়, আবেশে।


ভেবেছিলাম প্রেম পরীক্ষায় উত্তীর্ণ তবে,
দু’জনার সম্মত গল্প শেষে
অবশেষে আমরা গভীর ঘুমে।


প্রিয়তম,
তুমি কি সত্যি চলে যাবে জেগে,
জঙ্গলে-সমুদ্রে-স্বাধীনতায়-ভোগে?


আবার তুমি ডেকেছ আমায়
শ্রদ্ধায়, অবনত হয়ে ভীষণ লজ্জায়।
একই পথ হতে ফিরে
আমি তোমায় বক্ষে ধরি উদ্ধত হয়ে!


তুমি শুধু চুপটি করে কাঁদো,
যেন হাজার বছরের সকল পাপ
তোমার কাঁধে চাপিয়েছে
ধর্ম-সম্প্রদায়-সমাজ এবং আমিও।


দিব্যেন্দু দ্বীপ

Next Post

লেখকের সাক্ষাৎকার: ”লেখালেখি করি মনের তৃপ্তির জন্য"

হাসনা হেনা  জন্ম : ১৩ই আগষ্ট ১৯৮০ জন্মস্থান : শ্রীপুর , গাজীপুর, ঢাকা। স্কুল : মাওনা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় (শ্রীপুর), টেপির বাড়ী উচ্চ বিদ্যালয় (শ্রীপুর),  শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ (শ্রীপুর)। পেশা : শিক্ষক আপনি কেমন আছেন? ভালো আছি। বর্তমানে কী লিখছেন? কবিতা , গল্প , উপন্যাস ।   আপনি লেখার […]