লেখকের সাক্ষাৎকার: ”লেখালেখি করি মনের তৃপ্তির জন্য”

follow-upnews
0 0

হাসনা হেনা 

জন্ম : ১৩ই আগষ্ট ১৯৮০

জন্মস্থান : শ্রীপুর , গাজীপুর, ঢাকা।

স্কুল : মাওনা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় (শ্রীপুর), টেপির বাড়ী উচ্চ বিদ্যালয় (শ্রীপুর),  শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ (শ্রীপুর)।

পেশা : শিক্ষক


  • আপনি কেমন আছেন?
ভালো আছি।
  • বর্তমানে কী লিখছেন?
কবিতা , গল্প , উপন্যাস ।
  •   আপনি লেখার ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলেন?
না, নিয়মের মধ্যে থেকে কোনো কিছু আমার পছন্দ নয় ।
  •   সাধারণত কোন সময় লেখেন?
সারাদিন পারিবারিক ব্যস্ততা থাকে, তাই রাতে লিখতে হয় ।  অনেক সময় ফ্রি থাকলে দুপুরেও লিখি।
  •  আপনার কি মনে হয় যে পরিবারে থেকে লেখা কঠিন?
কিছুটা কঠিন । তবে আমার মনে হয়, ইচ্ছে থাকলে উপায় হয়।
  •   আপনার এ পর্যন্ত কয়টি বই বেরিয়েছে?
একক গ্রন্থ মোট তিনটি, কবিতার বই দু’টি, উপন্যাস একটি । যৌথ কাব্যগ্রন্থ ১১টি।
  •   একক তিনটির নাম বলেন-
চৈতালী বৃষ্টির অপেক্ষা (কাব্য), খেয়ালের জানালা (কাব্য), এক আকাশ ভিন্ন পৃথিবী (উপন্যাস)।
  •   এবারের মেলায় কোনো বই বের হবে?

উপন্যাস থাকবে- “শৃঙ্খলিত পদ্মরাগ”

 

  • আপনি মফস্বলে থাকেন, ওখানে কোনো লেখক সঙ্ঘ আছে?
 না। ঢাকায় ছিলাম। ৬মাস হলো শ্রীপুরে আসছি।
  • আপনার পরিবার সম্পর্কে বলুন-
পরিবারের সদস্য সংখ্যা চারজন। আমার এক ছেলে এক মেয়ে।
  •   লেখালেখিতে পরিবার থেকে উৎসাহ পান?

হ্যাঁ পাই, আমার স্বামী উৎসাহ দেন না, তবে নিষেধও করেন না ।

আমার বাবা অনেক সাপোর্ট করেন । উৎসাহ দেন ।

বলতে পারেন বাবার জন্যই লেখালেখিতে টিকে আছি।
  • আপনার ছেলে-মেয়ে কোন ক্লাসে পড়ে?
ছেলে ভার্সিটিতে পড়ে, মেয়ে ক্লাস টেন
  • তাহলে তো কিছুটা মুক্ত আপনি, নাকি?
তা বলতে পারেন।
  • বাইরে গেলে স্বামী নিষেধ করে না?

সব সময় করেন না, মাঝে মধ্যে করেন ।

আমি সাংগঠনিক কাজে অনেক জায়গায় গিয়েছি।

সামনের ২৩ তারিখে সিলেট যাবো। কবিসভা নামের একটা সংগঠনের সহ সভাপতি পদে আছি।

 

  •  সংগঠনটি পরিচালিত হয় কোথা থেকে?
এটি অনলাইন সংগঠন।
  • সিলেটে আপনার সাথে আর কারা যাচ্ছে?
আমাদের সংগঠনের বাইরেও অনেক লেখক যাবে ঢাকা থেকে।
নারী-পুরুষ নির্বিশেষে। হাসন রাজা জন্ম উৎসব।
  •   লেখালেখি কেন করেন?
প্রথম লেখা শুরু করি কবিতা ।
কবিতা খুব প্রিয়, ছোট বেলা থেকেই প্রচণ্ড এক ভালো লাগা থেকে লেখার শুরু।
এখন লেখালেখি করি মূলত মনের তৃপ্তির জন্য।
  •   সামনে বিশেষ কোনো পরিকল্পনা আছে?
আরো ভালো কিছু লেখার ইচ্ছা আছে ।
মৃত্যুর পরও যেন লেখার মধ্যে বেঁচে থাকি।
  •   আপনার সুস্থ-সুন্দর-সমৃদ্ধ লেখক জীবনের প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ  আপনাকেও ।

Next Post

জীবনী : বারট্রান্ড রাসেল

বার্ট্রান্ড রাসেল, পুরো নাম আর্থার উইলিয়াম রাসেল (১৮৭২-১৯৭০) একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক। রাসেল ছিলেন আদর্শবাদের বিরুদ্ধে, এবং তাকে বিশ্লেষণী দর্শনের অন্যতম প্রতিষ্ঠাতা বলা হয়। রাসেল এবং হোয়াইটহেড (আলফ্রেড নর্থ হোয়াইটহেড) একত্রে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা (১৯১০-১৯১৩) নামে একটি গ্রন্থ রচনা করেন। বইটিতে গণিতকে যুক্তির ভিত্তির […]

এগুলো পড়তে পারেন