নারী, চল যাই

তনিমা জামান

নারী, আমার কাছে আয়,

চল যাই

তোরে সঙ্গী করে

নতুন কোনো গায়।

আমি তোরে নিয়ে যাব অচিনপুরে,

দূর সীমানায়।

গড়ে নেব নতুন পৃথিবী,

তোর কোলে মাথা রেখে

কষ্ট লুকাব সেথায়।


তনিমা জামান