Headlines

তবুও প্রেম // দিব্যেন্দু দ্বীপ

Shahida Sultana
নিজেকে ইস্পাত কঠিন জানি,
সেই আমি নিঃশর্তে নুইয়ে পড়লাম এভাবে!
আমার অবক্ষয়, নাকি শুধু তোমারই জয়?

সবকিছুর মাঝেও একটা তুমি থাকো,
অহেতুক, তবু সর্বপ্রধান হয়ে!
কী হবে?
অবশেষে ঠিকই আমাকে বিহ্বল করা
রংধনুটা রোদ্দুরে হারাবে।

অদৃশ্য কিছু বেদনা আছে আমার,
তোমার নাগাল পায়!
বৃষ্টির ফরিয়াদে
আকাশের কি কিছু আসে যায়?
এ দুঃসাহস আমার ভালো লাগে না,
বুঝতে পারি,
তবু এ ঘোর কিছুতেই কাটে না!
একটি রাতের স্বপ্নসুখের গল্প শেষে
আবার সেই ভীতিকর দিন,
তোমাকে হারাবার ক্ষণ,
কেন যে এভাবে তবু বেচে থাকা প্রয়োজন!
যদি মরে যাই,
যদি না হয় আমার আরেকটি ভোর,
যদি সত্যি কেটে যায় এ ঘোর,
পৃথিবীর বুকে কিছু ভালোবাসা রবে,
শুনেছি ভালেবাসারা কখনো মরে না!
চাই না আরেকটি সার্বভূত
পিছু নিক তোমার,
যা কিছু মিথ্যা আয়োজন তা শুধুই আমার।
ক্লান্তিটুকু কেটে গেলে
ফিরে যাও আবার তোমার দেশে,
ভুলো না,
এখানে দানবেরা নৈবেদ্য সাজায় পূজারীর বেশে!
নীল বিন্দুটার দিকে
মাঝে মাঝে চেয়ে থাকি অপলক
যদি তা তোমার রোবট না হয়ে
সত্যি একটা তুমি হত!
জীবন কিছুটা হিসেব বুঝে পেত।
এটা এতটাই দেরী যে,
ভালোবাসা যায় না,
শুধু দূর থেকে কাঁপা কাঁপা হাতে
লিখতে পারি, বিশ্বাস করতে পারি না—
না তোমাকে, না আমাকে।
চাই না কোনো অ্যাথিনা আজ,
ঘুম চাই, আজ শুধু ঘুম চাই।

পাদটিকা: এই অনুভূতিগুলো কখনোই এভাবে ধরা পড়ত না, যদি সে ঈশ্বর সহায় না হত। মরুভূমির তপ্ত বালুতে হাঁটতে হাঁটতে যখন ভীষণ ক্লান্ত, মৃতপ্রায়— একটা বটবৃক্ষ পেলে কে না আত্মহারা হয়? যদিও জানি সে সকল পথিকের!