নাস্তিকের গোপন ঈশ্বর // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

বরফাচ্ছাদিত একটি পর্বত
গহীনে পুষে রেখেছে জ্বলন্ত সে আগ্নেয়গিরি।

আগ্নেয়গিরি ভয় পাই না,
আমার ভয় বরফে, ওটুকু পার হতে পারি না কিছুতেই।

কল্পিত সবটুকু প্রেম দিয়ে
কবিতা বানালে
তুমি তা বিশ্বাস করবে জানি,
ঘোর কেটে গেলে
আমার যে ঠিক বিশ্বাস হয় না!

এক আকাশ প্রেম জাগে,

শূন্য থেকে মহাশূন্যে

একটা গোলক ধাঁধায় ঘুরপাক খেতে হয়,

এমন তো কখনো হয়নি আগে।

একটা নাম, একটা ছবি,
এ এক ভীষণ অন্যায় অনুভূতি!
এক আমি দ্বিধাগ্রস্ত,
অন্য আমি চায় নিষ্কৃতি।

নাস্তিকের গোপন ঈশ্বর তুমি,

নিস্তেজ হয়ে আমি পড়ে গেছি পায়!


দিব্যেন্দু দ্বীপ, সাহিত্যিক ও সাংবাদিক

Next Post

তবুও প্রেম // দিব্যেন্দু দ্বীপ

♥ নিজেকে ইস্পাত কঠিন জানি, সেই আমি নিঃশর্তে নুইয়ে পড়লাম এভাবে! আমার অবক্ষয়, নাকি শুধু তোমারই জয়? ♥ সবকিছুর মাঝেও একটা তুমি থাকো, অহেতুক, তবু সর্বপ্রধান হয়ে! কী হবে? অবশেষে ঠিকই আমাকে বিহ্বল করা রংধনুটা রোদ্দুরে হারাবে। ♥ অদৃশ্য কিছু বেদনা আছে আমার, তোমার নাগাল পায়! বৃষ্টির ফরিয়াদে আকাশের কি […]
Shahida Sultana