Headlines

দূরের প্রদীপ // রূপম রোহান

রূপম রোহানের কবিতা

চিরদিন পৃথিবীতে কেউই থাকে না
মিছেমিছি কেন তুমি এত ভয় পাও
আজীবন কাউকে কেউ মনেও রাখে না
তাই বলি, আঁচলের গিঁট খুলে দাও!

কোথাও না কোথাও পেয়ে যাব ঠাঁই–
কিছুটা কমুক তবু তোমার এ দায়
ঠিকানা বদল করে যতদূর যেখানেই যাই
তোমাকে না ছোঁয় যেন আমার বিদায়!

দূরের প্রদীপ আমি–আলো তাই ক্ষীণ–
আমার আলোয় তুমি হবে না রঙিন!


রূপম রোহান   রূপম রোহান