দূরের প্রদীপ // রূপম রোহান

follow-upnews
0 0

চিরদিন পৃথিবীতে কেউই থাকে না
মিছেমিছি কেন তুমি এত ভয় পাও
আজীবন কাউকে কেউ মনেও রাখে না
তাই বলি, আঁচলের গিঁট খুলে দাও!

কোথাও না কোথাও পেয়ে যাব ঠাঁই–
কিছুটা কমুক তবু তোমার এ দায়
ঠিকানা বদল করে যতদূর যেখানেই যাই
তোমাকে না ছোঁয় যেন আমার বিদায়!

দূরের প্রদীপ আমি–আলো তাই ক্ষীণ–
আমার আলোয় তুমি হবে না রঙিন!


রূপম রোহান   রূপম রোহান

Next Post

কনকলতা // অলভ্য ঘোষ

শনি রবি দূরদর্শন বাংলা হিন্দি সিনেমা; শাটার টানা সাদা কালো টিভির তখন জামানা। এন্টেনায় কাক বসলে পরে ঝিরি ঝিরি ঝিরি কথায় কথায় বিঘ্ন ঘটে ভীষণ বিচ্ছিরি। তবু কত অপেক্ষা কত আকুতি পাড়ায় কটি টিভি ছিল সহজ সে গুনতি। ভোটের খবর; ক্রিকেট ম্যাচ; সব কিছু ঘিরে যার বাড়িতে থাকত টিভি উপচে […]
Allabhya Ghosh