Headlines

প্রেয়সীর নবযৌবন যখন দ্বিধাগ্রস্থতায় // শেকস্ রাসেল

প্রেমের কবিতা

কাছে আসার প্রবল ইচ্ছা

চাপা দিতে গিয়ে বেদনা বাড়ে।

ভয় হয়, পা বাড়িয়ে আবার পিছিয়ে আসি!

তবু কোনোদিন কাছে আসবই,

শোধ আমি তুলবই,

তোমার সুরপথে দেখা পাব নবজীবনের।

 

আমার অন্তঃস্থলে সুরধ্বনি হয়ে

সর্বক্ষণ বাজে

তোমা হতে ভেসে আসা যে গান,

নিরব সে প্রতিধ্বনি তুমি শুনতে কি পাও?

 

হারিয়ে রয়

প্রেয়সীর নবযৌবন দ্বিধাগ্রস্থতায়,

প্রিয়,

আমিও পথ চেয়ে আছি একই ত্রস্থতায়।

 

শিশির বিন্দু হয়ে

তোমায় ছুঁয়ে দেখেছিলাম সেদিন।

অমন সুখে সত্যি মরে যাব জানি।.

 

তোমায় যেন পাই,

আমার ষষ্ঠ ইন্দ্রিয়ের অনুভবে

পঞ্চইন্দ্রিয়ের সকল সীমানায়।

তোমায় যেন পাই

তোমার অবেলার প্রয়োজনে,

না হয় শুধু প্রযোজ্য হয়ে।

 


‘না’ বলো না, বরং নিয়ে যাও।

আমার স্পর্ধায়

তুমি থমকে যেও এমন,

আমি ঠিকই বড় হব তখন।