হাসনা হেনার তৃতীয় কাব্যগ্রন্থ: “সভ্যতা ঘুমায় নতশিরে”

follow-upnews
0 0

সভ্যতা ঘুমায় নতশিরে

কবি হাসনা হেনার এ কাব্যগ্রন্থে কয়েক ধরনের কবিতা আছে। কবি তুলে ধরেছেন, প্রকৃতি প্রেম, মানবতা এবং সাম্য। বর্তমান সময়ে সামাজিক রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন অসংগতি ও মানব জীবনের অপরিহার্য অনুষঙ্গ–শুদ্ধ প্রেম । কবি তাঁর কবিতায় আধুনিকতার ছোঁয়া এনেছেন। কাব্যগ্রন্থটি সব শ্রেণির পাঠকের মন কাড়বে বলে প্রত্যাশা করছেন কবি। একুশে বইমেলা-২০১৮ তে কাব্যগগ্রন্থটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স, স্টল নং- ৪৫২-৪৫৩।

হাসনা হেনা

Next Post

একটি চিঠি দিও, প্রিয়তমা

বরং বদলে নাও তোমার প্রবঞ্চক ঠোঁট, প্রিয়তমা। আমাদের হেটে যেতে হত একে অন্যের বুকের ভেতর দিয়ে অন্তত কয়েকশ মাইল। অথচ আমরা এতটুকু সামনাসামনি কখনও আসিনি যাতে আমাদের হৃদপিন্ডদ্বয় পরষ্পরকে দেখতে পায়। বরং বদলে নাও তোমার প্রবঞ্চক হৃদপিণ্ড, প্রিয়তমা। আমাদের ভালবাসতে হত একে অন্যকে নিবিড়ভাবে অন্তত কয়েকশ বছর। অথচ আমাদের এতটুকু […]
একটা চিঠি দিও

এগুলো পড়তে পারেন