একটি চিঠি দিও, প্রিয়তমা

follow-upnews
0 0

বরং বদলে নাও তোমার প্রবঞ্চক ঠোঁট, প্রিয়তমা।

আমাদের হেটে যেতে হত একে অন্যের বুকের ভেতর দিয়ে অন্তত কয়েকশ মাইল।

অথচ আমরা এতটুকু সামনাসামনি কখনও আসিনি

যাতে আমাদের হৃদপিন্ডদ্বয় পরষ্পরকে দেখতে পায়।

বরং বদলে নাও তোমার প্রবঞ্চক হৃদপিণ্ড, প্রিয়তমা।

আমাদের ভালবাসতে হত একে অন্যকে নিবিড়ভাবে অন্তত কয়েকশ বছর।

অথচ আমাদের এতটুকু জানাশোনা হয়নি

যাতে পরষ্পরের নিশ্বাস চেনা যায়।

এখন আমি পথে পথে রক্ত জবা খুঁজে খুঁজে হয়রান।

আমি মন থুবড়ে পড়ে আছি শুক্ল পঞ্চমীর চাঁদ ডোবা মেঘে;

বরং সময় পেলে আমাকে একটি চিঠি দিও, প্রিয়তমা।


একটি চিঠি দিও, প্রিয়তমা ।। অনুপম শেখর ।। ২১/০১/২০১৮, রবিবার; বাগেরহাট।

Next Post

ফেসবুক থেকে: এ সপ্তাহের সেরা স্টাটাস

কতদিন হয়ে গেল কবিতা লিখি না। কোনো অনুষ্ঠানেও যাই না। ইচ্ছা হয় না। সামান্য অবসরে শহর ছেড়ে গ্রামে যেতাম, খালের পাড়ে, দম নিতে। যাওয়া হয় না। ভালো ও মহৎ কথা বলি না। বলতে লজ্জা লাগে। অপহরণ, অপমান, ধর্ষন, অবদমন, মধ্যযুগীয় মোল্লার আস্ফালন—এই সব নৈমিত্তিকতা না চাইলেও মস্তিষ্ক দখল করে রাখে। […]
Sheikh Baten