ব্রাদার রাহুলকে নিয়ে সন্দেহঃ তিনি আসুদ নূরকে প্রশ্রয় দিচ্ছেন মনে করা হচ্ছে

follow-upnews
0 0

গতকাল (১ সেপ্টেম্বর ২০২৩) মুসলিমদের প্রতিনিধি হিসেবে ব্রাদার রাহুল এবং নাস্তিকদের প্রতিনিধি হিসেবে আসাদ নূরের মধ্যে অনলাইনে একটি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। যদিও তাদের কোনো পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করা হয়নি, তারপরেও অনলাইনে যত মানুষ ভিডিওটা দেখেছে সে হিসেবে তাদের প্রতিনিধিত্বকারীই মনে হয়েছে।আসাদ নূর

তবে পুরো আলোচনা শুনে অনেকে মন্তব্য করেছেন— মূলত আসাদ নূরের বক্তব্যের প্রাতিষ্ঠানিক রূপ দিতেই অনলাইনে এ আলোচনার আয়োজন করা হয়েছে, কারণ, ব্রাদার রাহুলের বক্তব্য নতুন কিছু নয়, ইসলাম নিয়ে প্রচুর আলোচনা অনলাইনে এবং অফলাইনে রয়েছে, বিপরীতে ইসলামের বিরোধিতার কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই, কারণ— ইসলাম বিষয়টিকে অনুমোদন করে না। সে হিসেবে এ বিতর্ক মূলত আসাদ নূরের বক্তব্যের প্রাতিষ্ঠানিক ভিত্তিই দান করে। এজন্যই সন্দেহের তীর ছুটছে ব্রাদার রাহুলের দিকে। মনে করা হচ্ছে— হয়ত সে পশ্চিমা চর। 

Next Post

Song to Celia: সিলিয়ার প্রতি প্রবারণা // বেন জনসন

তুমি শুধু তোমার চোখ দিয়ে আমায় পান করো, তখন আমি আমার সাথে অঙ্গীকার করবো; অথবা অন্তত একটা চুমো রেখো দাও পেয়ালায়, আমি সুরার সন্ধান করবো না। যে তৃষ্ণা আত্মা থেকে উত্থিত হয় তা শুধু স্বর্গীয় মদিরা খুঁজতে চায়; এমনকি আমি যদি ঈশ্বরের অমরত্বও ছুঁয়ে ফেলি, তবু তাতে তোমার জন্য তৃষ্ণা […]
Anneysha Chakraborty