ভল্লুকের মুখের সামনে খাবার ঝুলিয়ে বিরক্ত করতে গিয়ে ভল্লুকের খাবারে পরিণত হয়েছিল সে (ভিডিও সংযুক্ত))

follow-upnews
0 0

দর্শনার্থীটি কিছু খাবার ভল্লুকটির মুখের সামনে ঝুলাচ্ছিল, অতঃপর বিরক্ত হয়ে ভল্লুকটি তাকে টান দিয়ে নামিয়ে নেয়, এরপর রক্তাক্ত করে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে যায় তার ডেরায়। তবে আশ্চর্যজনকভাবে লোকটি শেষপর্যন্ত বেঁচে গেছে।

* সাবধানতা: ভিডিওটিতে অপ্রিতীকর দৃশ্য রয়েছে।

* থাইল্যান্ডের ফেতচাবুন প্রদেশের একটি মন্দিরে দর্শনার্থী লোকটি একটি ভল্লুককে বিরক্ত করছিল।

* নাইফুম প্রম্রাথে নামের ৩৬ বছর বয়সী লোকটি ভল্লুকটির মুখের সামনে একটি পাত্রে কিছু ভাত ঝুলিয়ে দিয়ে ‘বিরক্ত’ করছিল।

* এরপর জন্তুটি তার পিছনের দুই পায় ভর করে দাঁড়িয়ে প্রম্রাথেকে টান দিয়ে নিচে নিয়ে যায়।

* ভীতিকর ফুটেজে দেখা যাচ্ছে, এরপর জন্তুটি লোকটিকে বেশ কিছু সময় আঁচড় কাটে, তারপর টানতে টানতে নিয়ে যায় তার ডেরায়।

* তবে শেষ পর্যন্ত প্রম্রাথে বেঁচে রয়েছে এবং এখন সে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ভয়ঙ্কর এ দৃশ্যে দেখা যাচ্ছে, ভল্লুক প্রম্রাথেকে অজ্ঞান করে ফেলেছে, এরপর শরীর থেকে মাংস ছিঁড়ছে। এর আগে লোকটিকে টানতে টানতে নিয়ে গেছে নিজের ডেরায়।

ধারণা করা হচ্ছে, মুখের সামনে অনেক্ষণ খাবার ঝুলানোয় ভল্লুকটি রেগে গিয়েছিল। ফলে সে প্রতিশোধ নিতে চাইছে।

থাইল্যান্ড প্রম্রাথে
প্রথমে লোকটিকে থাবা দিয়ে টেনে নামিয়ে নেয় ভল্লুকটি।

 

নাইফুম প্রম্রাথে থাইল্যান্ড
লোকটি অজ্ঞান হয়ে গেলে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ভল্লুকটি তার নিজের ডেরায়।

 

জীবিত উদ্ধার থাইল্যান্ড
অবশেষে উদ্ধারকারীরা বিস্ময়করভাবে তাকে জীবিত উদ্ধার করে।
শুরুতে অন্য দর্শনার্থীরা লাঠি দিয়ে খুঁচিয়ে এবং ঠাণ্ডা পানি ছিঁটিয়ে চেষ্টা করেছিল ভল্লুকটিকে নিবৃত্ত করতে। কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়। এক মিনিট ধরে ভল্লুকটি প্রম্রাথেকে আঁচড় কাটে তাকে ডেরার দিকে টেনে নিয়ে যাওয়ার পূর্বে।
এরপর একদল লোক ডেরার কাছে যায়, এবং একজন লোক সাহসের সাথে ভল্লুকটিকে মোকাবেলা করে প্রম্রাথেকে উদ্ধার করতে চেষ্টা করে।
ডেরার মধ্যে ডুকে
ডেরার মধ্যে ঢুকে একজন সাহসী লোক ভল্লুকটিকে নিবৃত্ত করার চেষ্টা করছে, কিন্তু সেও ব্যর্থ হয়।
প্রম্রাথের বন্ধুরা
এর আগে প্রম্রাথের বন্ধুরা ভল্লুকটিকে পানি ঢেলে নিবৃত্ত করার চেষ্টা করে।

এরপর এমার্জেন্সি থেকে লোক এসে প্রম্রাথেকে উদ্ধার করে। দ্রুতেই তাকে হাসপাতালে নেওয়া হয়। এখন সে সুস্থ আছে বলে জানা গিয়েছে।

ঐ মন্দিরে অন্যান্য প্রাণীদের পাশাপাশি কিছু ভল্লুকও আছে। প্রম্রেথা সেখানে গিয়েছিল বন্ধুদের সাথে দর্শনার্থী হয়ে। সে ভল্লুকটির সাথে খেলতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে বলে জানিয়েছে আশ্রম কর্তৃপক্ষ।

এবং এটি একটি বিরল ঘটনা যে সে বেঁচে গিয়েছে।

ভল্লুক
এভাবেই প্রম্রেথার বন্ধুরা প্রথমে ভল্লুকটিকে নিবৃত্ত করার চেষ্টা করেছিল।

 

আক্রান্ত লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আশ্রমে মোট ১৩ টি ভল্লুক রয়েছে, যেগুলোকে খাওয়ানোর জন্য মাঝে মাঝে আশ্রম কর্তৃপক্ষ সাধারণ জনগণের কাছে আহ্বান করে। সে আহ্বানে সাড়া দিয়ে প্রম্রেথা এবং তাঁর বন্ধুরা ভল্লুকটি খাওয়াতে গিয়েছিল।

দেখুন ভিডিওটি—

https://youtu.be/xcg52j863vQ

Next Post

অপরিশোধিত তেল বিক্রি করে সৌদি আরবের যা রোজগার হয়, তার থেকেও বেশি আয় করে তারা হজ থেকে

সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলমান প্রতি বছর হজ করতে সৌদি আরবে যান। আর ঠিক ওই সময়টাতেই সৌদি আরবের আর্থিক লেনদেনের হার অনেকটাই বেড়ে যায়। অনেকের মনেই এই প্রশ্নটা আসে যে সৌদি আরবে হজ আর আল-উমরাহ-করতে যেসব মুসলমান যান, তাঁদের কাছ থেকে দেশটি আসলে কত অর্থ রোজগার করে? সৌদি আরবের […]
মক্কা