কেউ যদি কাউকে নাস্তিক আখ্যা দিয়ে সম্মোধন করে, তাহলেও তার এ আইনে শাস্তি হবে।
অন্য ধর্মাবলম্বী কাউকে নাস্তিক আখ্যা দেওয়া ফৌজদারী অপরাধ হিসেবে ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে ধর্মের নামে বাড়াবাড়ি, ধর্মের নামে বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো, ধর্মকে অসম্মান বা অবমাননা করা যাবে না মর্মেও আইন কার্যকর হয়েছে।
২১ জুলাই (২০১৬) রাষ্ট্রীয় গণমাধ্যমে ঘোষাণা দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ কাউন্সিলে পাস হওয়ার মাধ্যমে আইনটি কার্যকর হয়েছে। বক্তব্য-বিবৃতি, ওয়াজ, টক-শো, সামাজিক গণমাধ্যম এবং যেকোনো ধরণের অনলাইন গণমাধ্যমের কর্মকাণ্ড এই আইনের আওতায় আসবে। মূলত মুক্তমনাদের সুরক্ষায় এই আইন তৈরি হয়েছে বলে জানা গেছে।
এ আইনের আলোকে প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার থেকে ২ মিলিয়ন দিরহাম জরিমানা বা ছয়মাস থেকে দশ বছরের কারাদন্ড দেওয়া যাবে।
আইনটি বর্ণবাদ, ধর্মীয় ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো বন্ধ করতে পারবে আশাবাদ ব্যক্ত করেছেনে দেশের বুদ্ধিজীবিরা। কেউ যদি কাউকে নাস্তিক আখ্যা দিয়ে সম্মোধন করে, তাহলেও তার এ আইনে শাস্তি হবে।
নতুন আইনটি বাকস্বাধীনতা, ধর্মীয় সহনশীলতা নিশ্চিত করবে বলে মনে করছেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম। পাশাপাশি সৃষ্টিকর্তাকে এবং তার “বার্তাহকদের (নবী)” কটাক্ষ করাও এ আইনের পরিপন্থী।