অনুষ্ঠিত হয়ে গেল শাহিদা সুলতানা ও মেহেদি হাসানের কণ্ঠে যুগল আবৃত্তি সন্ধ্যা

follow-upnews
0 0

“যে কবিতা শুনতে জানে না,
পরভৃতের গ্লানিতাকে ভূূলুন্ঠিত করবে।।
যে কবিতা শুনতে জানে না,
অভ্যুত্থানের জলোচ্ছ্বাস তাকে নতজানু করবে।।।”

Shahida Sultana

মিথিলা কাব্যকথা

গত ৬ জানুয়ারি ২০১৮ তারিখে অনুষ্ঠিত হয়ে গেল শাহিদা সুলতানা এবং মেহেদি হাসানের কণ্ঠে যুগল আবৃত্তি সন্ধ্যা–মিথিলা কাব্যকথা।

আবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি.ইমাম, সাতক্ষিরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যডঃ মোস্তফা লুতফুল্লাহ এবং জাতীয় জাদুঘরের মহাপরিচালক, অর্থনীতিবিদ ও সাহিত্যিক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে একঘণ্টার এ আবৃত্তি অনুষ্ঠানটির মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন উপস্থিত শ্রোতাদর্শকবৃন্দ। 

[আবৃত্তি অনুষ্ঠানটি উপভোগ করতে নিচের লিংকে যান।]

https://www.facebook.com/MehediRecitalist/videos/2268934119799106/

Next Post

নার্সিং ভর্তি বিজ্ঞানঃ উদ্ভিদ বিজ্ঞান-১

প্রশ্ন: ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে? উত্তর: ওয়াটসন ও ক্রিক ব্যাখ্যা: ১৯৫৩ সালে ডিএনএ অণুর গঠনের ৪ জন আবিষ্কারকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হিসাবে সর্বাধিক পরিচিতি লাভ করেন ডঃ ফ্রান্সিস হ্যারি কম্পটন ক্রিক। তিনি, জেমস ডি ওয়াটসন এবং মরিস উইলকিন্স– নিউক্লিয়িক এসিডের আণবিক গঠন এবং জীবিত বস্তুতে তথ্য স্থানান্তরের ক্ষেত্রে […]
একটি ফুলের বিভিন্ন অংশ

এগুলো পড়তে পারেন