ইতিহাস সম্মিলনী চট্টগ্রামের আহ্বায়ক কমিটি গঠিত

follow-upnews
0 0

বাংলাদেশ ইতিহাস সম্মিলনী চট্টগ্রাম শাখার আহ্বায়ক কমিটি সম্প্রতি গঠিত হয়েছে। এতে সাংবাদিক মুহাম্মদ শামসুল হককে আহ্বায়ক, অধ্যাপক আবদুল আলীমকে কোষাধ্যক্ষ, অধ্যাপক সুকুমার দত্ত, অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান, অধ্যাপক অরুণ বিকাশ বড়ুয়া ও অধ্যাপক মাসুম চৌধুরীকে সদস্য করা হয়েছে।

এছাড়া সংগঠনের সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিব হয়েছেন প্রভাষক মো. বেলাল হোসেন ও প্রভাষক তাসনুভা রহমান শীলা।

২২ নভেম্বর বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন এ কমিটির অনুমোদন দেন। আহ্বায়ক কমিটি আগামী বছর ২৪ মার্চের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

Next Post

অধ্যাপক মুনতাসীর মামুন-এর সভাপতিত্বে স্বাধীনতা দিবস উপলক্ষে ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর-এর একক বক্তৃতা

বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর আয়োজনে, স্বাধীনতা দিবস উপলক্ষে, ১১ মার্চ ২০১৭ তারিখে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষ, বাংলা একাডেমিতে ‘বঙ্গবন্ধুর সবচেয়ে বড়ো অবদান’ শিরোণামে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবস উপলক্ষে  ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর-এর একক বক্তৃতা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। সভাপতিত্ব করেছেন অধ্যাপক মুনতাসীর মামুন, সভাপতি, […]

এগুলো পড়তে পারেন