Headlines

বার্ষিক সাধারণ সভা-২০১৯: ‘বিল্ড ফর নেশন’ এর নতুন কমিটি গঠন

গোপালগঞ্জ

‘বিল্ড ফর নেশন’ এর বার্ষিক সাধারণ সভা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে গতকাল অর্থাৎ ২৮ জুন ২০১৯ তারিখে। ‘বিল্ড ফর নেশন’ এর গোপালগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক এ সাধারণ সভা। সভায় সভাসদ ছাড়াও উপস্থিত ছিলেন ‘বিল্ড ফর নেশন’ এর শুভানুধ্যায়ী এবং অতিথিবৃন্দ। 

২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত এ কমিটিতে সর্বসম্মতিক্রমে মনোয়ারা বেগম মনি সভাপতি এবং হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গত, ‘বিল্ড ফর নেশন’ এর মুখপত্র ‘শব্দদেউল’ পত্রিকাটি সম্পাদনা করেন লেখক-সাংবাদিক দিব্যেন্দু দ্বীপ। আরো যারা কমিটিতে আছেন–

★ সভাপতিঃ মনোয়ারা বেগম মনি। (সমাজকর্মী) ★ সহ-সভাপতিঃ লতিফা জামাল চৌধুরী (শিক্ষাবিদ) ★ সহ-সভাপতিঃ হুমায়রা আক্তার। (অধ্যক্ষ, শেখ হাসিনা স্কুল এন্ড কলেজ) ★ সহ-সভাপতিঃ মনোজ সাহা। (সাংবাদিক) ★ সাধারণ সম্পাদকঃ হাবিবুর রহমান। (সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, স.ব.ক.) ★ যুগ্ম সাধারণ সম্পাদকঃ রূপম রোহান। (প্রভাষক,রিজেন্ট কলেজ) ★ সাংগঠনিক সম্পাদকঃ শুভ্র দেব ভক্ত। (সমাজকর্মী) ★ অর্থবিষয়ক সম্পাদকঃ বিরাজ বিশ্বাস। (চাকরিজীবী) ★ দপ্তর সম্পাদকঃ পাভেল শিকদার। (চাকরিজীবী) ★ শিক্ষা ও সহ-শিক্ষা সম্পাদকঃ কাজী মসিউর রহমান। (সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, বশেমুরবিপ্রবি) ★ জনস্বাস্থ্য সম্পাদকঃ মোঃ শফিকুল ইসলাম। (সহকারী অধ্যাপক, ফার্মেসি বিভাগ,বশেমুরবিপ্রবি) ★ তথ্য ও গবেষণা সম্পাদকঃ জাকিয়া সুলতানা মুক্তা। (সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বশেমুরবিপ্রবি) ★ সাহিত্য সম্পাদকঃ শেখ মিজান। (সহকারী শিক্ষক, সরাকারি প্রাথমিক বিদ্যালয়) ★ জন-সংযোগ সম্পাদকঃ দিব্যেন্দু দ্বীপ। (লেখক ও সাংবাদিক) ★ সৌহার্দ্য-সম্প্রীতি উন্নয়ন সম্পাদকঃ নরেশ চন্দ্র দাস। (অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার, নড়াইল) ★ পরিবেশ উন্নয়ন সম্পাদকঃ কিরণ শেখর কুণ্ডু। (গবেষক ও সমাজকর্মী) ★ নগর পরিকল্পনা সম্পাদকঃ শিবু প্রসাদ বসু। (সহযোগী অধ্যাপক, স্থাপত্য বিভাগ,খুলনা বিশ্ববিদ্যালয়) ★ সমাজ কল্যাণ সম্পাদকঃ শহীদুল ইসলাম মোল্যা। (ব্যবস্থাপক, ইউসিবিএল, ফরিদপুর শাখা) ★ আইন সহায়তা সম্পাদকঃ ফয়সাল সিদ্দিকী। (আইনজীবী, গোপালগঞ্জ জেলা বার কাউন্সিল) ★ ক্রীড়া সম্পাদকঃ ইমতিয়াজ হোসেন জীবন। (শিক্ষক) ★ সাংস্কৃতিক সম্পাদকঃ মাহাবুবুল্লাহ মুকুল। (চাকরিজীবী) ★ দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকঃ ফখরুজ্জামান সৈকত। (প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, স.ব.ক)। 

কার্যনির্বাহী সদস্য- গাজী লতিফ। (কবি,সম্পাদক ও প্রাবন্ধিক); আমিনুল করিম। (সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, স.ব.ক); সুব্রত সাহা বাপী (সাংবাদিক); মোঃ জামাল উদ্দিন৷ (শিক্ষক, সিইসি বিভাগ, বশেমুরবিপ্রবি); আজমিরা খানম (সহকারী শিক্ষক, বীণাপাণি বালিকা উচ্চবিদ্যালয়); দীপঙ্কর দাস (সহকারী অধ্যাপক, চর ভদ্রাসন সরকারি কলেজ); আসাদুজ্জামান লিটু (ব্যবসায়ী); জাহিদুল হাসান মারুফ (ব্যবসায়ী); আজিত কুমার দাস (চাকরিজীবী); মোঃ আনিসুর রহমান (ব্যবস্থাপক, এন আর বি সি ব্যাংক, গোপালগঞ্জ শাখা); মওদুদ হোসেন রেন্টু (ব্যবসায়ী); সিদ্দিকুল ইসলাম খান দুলাল (চাকরিজীবি); জুলহাস উদ্দিন আহমেদ (চাকরিজীবি); মোঃ বরকত উল্লাহ (আইনজীবী, গোপালগঞ্জ জেলা বার কাউন্সিল); রফিকুল ইসলাম রানা। (চাকরিজীবি); সুবর্না বিশ্বাস (শিক্ষার্থী); এ বি এম আজিজুল হক (চাকরিজীবি); হিমেল বিশ্বাস৷ (শিক্ষার্থী); নিয়ামুল ইসলাম (শিক্ষার্থী); সাইফুল ইসলাম সুমন। (চাকরিজীবি); মোঃ শরিফুল ইসলাম খান (সমাজকর্মী); আজিজুল ইসলাম খান (রিন্টু) (সমাজকর্মী) ।