গোপালগঞ্জে শুরু হচ্ছে প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কোচিং …

follow-upnews
0 0

সহজ চাকরিটা অনেকের হাতছাড়া হয় সঠিক দিক নির্দেশনার অভাবে, এবং কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে তা জানা না থাকার কারণে। চাকরি না পেয়ে, ভুল পথে ছুটে প্রতিদিন হাজার হাজার বেকার যুবক-যুবতী হতাশ হচ্ছে, তাদের জন্যই আমাদের এই প্রচেষ্ঠা। এখানে আপনারা যতদিন খুশি পড়ার সুযোগ পাবেন। চাকরি না পাওয়া পর্যন্ত পড়বেন।

শুধু পড়াশুনা নয়, এখানে আপনারা এমন একটি আন্তরিক পরিবেশ পাবেন যেখানে বলতে পারবেন আপনার সব ধরনের সমস্যার কথা, আমরা চেষ্টা করব সাধ্যমত সহযোগিতা করতে। এটা ঠিক প্রচলিত অর্থে জব কোচিং নয়, বরং এটা তার চেয়েও অনেক বেশি কিছু। তাহলে আজই চলে অাসুন। টাকা না থাকলেও চলে আসুন, ব্যবস্থা একটা হবেই।


Gopalgonj

Next Post

তাহলে বলতে হবে এই সমাজটাই বড্ড বেশি খুনী হয়ে উঠেছে!

দুটো মৃত্যু—একটা খুন করেছে খুনী, খুনীকে খুন করেছে রাষ্ট্র, অার এই দুজনকেই খুন করেছে সমাজ, যেহেতু সমাজ হচ্ছে ধারক-বাহক-পোষক। সমাজ খুনী হয়ে উঠলেও সমাজকে খুন করা যায় না, সমাজের বিচার করে শাস্তি দেওয়া যায় না। বহু জীবন ধারণ করে সমাজ হয়ে যায় জড়ো, তাকে কীভাবে শাস্তি দেওয়া সম্ভব? জড়োর তো […]
নয়ন বন্ড

এগুলো পড়তে পারেন