ওষুধ বিক্রয়কর্মী ইনজেকশন পুশ করার পরই মারা যায় শিশুটি

follow-upnews
0 0

নারায়ণগঞ্জের বন্দরে ইনজেকশন পুশ করার পরই মৃত্যুর কোলে ঢলে পড়লো ৮ মাসের শিশু আরবী।

শনিবার রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর ইস্পাহানী এলাকায় জামানের ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর পুলিশ ইনজেকশন পুশকারী হাফেজ মো. আজহারকে (৩০) গ্রেফতার করেছে। আজহার একই এলাকার জিন্নাত আলীর ছেলে।

এলাকাবাসী জানান, ইস্পাহানী এলাকার হানিফ মিয়ার ৮ মাসের শিশু সন্তানকে ঠাণ্ডা ও কাশিজনিত কারণে ইস্পাহানী বাজারের জামাল মিয়ার ফার্মেসিতে নিয়ে যায়। বিক্রয়কর্মী হাফেজ প্রথমে শিশুটিকে গ্যাস দেয়, কাজ না হলে একটি ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

পুলিশ হাফেজ আজহারকে গ্রেফতার করেছে। এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

#সংবাদটি যুগান্তর পত্রিকা থেকে শিরোণাম আংশিক পরিবর্তন করে নেওয়া হয়েছে।

Next Post

এসো

কবিতাটি ‘অহংকার’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে—   তুমি ক্ষুদ্র বলে আমাকে ক্ষুদ্র ভাবো। প্রাণ খুলতে পারতে যদি খুঁজে পেতে মহাসমুদ্র। ডাকো কেন দুঃসাহসে মিছেমিছি? কী করে মিলতে পারে মহাসমুদ্র আবদ্ধ কুয়ায়? যদি চাও প্লাবিত হও, উব্দেল হয়ে নিরাভারণে মিলাও। তুমি বরং আমাতে অস্তিত্বহীন হও, কখনো এক অতি বর্ষাকালে।   পঙ্কিলতায় […]
অহংকার

এগুলো পড়তে পারেন