এসো

follow-upnews
0 0

কবিতাটি ‘অহংকার’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে—

 

তুমি ক্ষুদ্র বলে আমাকে

ক্ষুদ্র ভাবো।

প্রাণ খুলতে পারতে যদি

খুঁজে পেতে মহাসমুদ্র।

ডাকো কেন

দুঃসাহসে মিছেমিছি?

কী করে মিলতে পারে

মহাসমুদ্র আবদ্ধ কুয়ায়?

যদি চাও প্লাবিত হও,

উব্দেল হয়ে

নিরাভারণে মিলাও।

তুমি বরং আমাতে

অস্তিত্বহীন হও, কখনো

এক অতি বর্ষাকালে।

 

পঙ্কিলতায় তুমি বিলীন,

তোমার সত্য তুমি দেখতে

কী পাও?

স্থবিরতায় তুমি মলিন।

স্বকীয়তা নয়,

সহস্রাব্দকালেও তুমি ঐ একই,

সংকীর্ণ, তুমি স্বরূপহীনা।


এসো,

আগামী বর্ষাতে বিলীন হও,

তোমার অগ্রগামীদের হারাও,

তৈরি হও, নতুন হও,

উব্দেল হয়ে নিরাভরণে

মহাসমুদ্রে মিলাও।


[কবিতাটি কাঠ ঠোকরা ’র লেখা] 

Next Post

খাদিজার জন্য কান্না

https://www.youtube.com/watch?v=0v1MQdrOxJ8 সিলেটের এমসি কলেজে পরীক্ষা দিতে এসে সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে এক ছাত্রলীগ নেতা। ছাত্রটির নাম বদরুল এবং খবরে প্রকাশ সে ছাত্রলীগ নেতা। মেয়েটির অবস্থা সংকটাপন্ন, জানি না সে বাঁচবে কিনা। এও হয়? হয় তো, হয়েছে তো। আমি জানি যে এসব হয়। আমি এও […]