মানসিক রোগীদের খোজা করে দেওয়া হত যে হাসপাতালে

follow-upnews
0 0

অবিশ্বাস্য হলেও সত্য-আমেরিকার কানসাসে ১৯১৩ সালে পাশ হওয়া একটি আইনের অাওতায় Topeka State Hospital এ ভর্তি হওয়া সকল মানসিক রোগীকে খোজা করে দেওয়া হত। নিষ্ঠুর এ প্রথা বন্ধ হয় ১৯৬১ সারে, তবে তার পূর্বে অমানবিক এ প্রথার শিকার হয় কমপক্ষে তিন হাজার জন হতভাগ্য। শুধু তাই রোগীদের চাবুক মারা হত যতক্ষণ না চাবুকের দড়ির সাথে তাদের শরীরের চামড়া লেগে থাকে।

Topeka_State_Hospital_(front)

সৌজন্যে: ব্রেন এন্ড লাইট হাসপাতাল

Next Post

ডিলিট হওয়া ফাইল ফিরে পেতে চান ?

মাঝে মাঝে আমরা নিজেদের ভুলে অনেক দরকারি ফাইল ডিলিট করে দেই (shift + del ).। কিন্ত আপনি যদি চান তাহলে খুব সহজে এই ডিলিট করা ফাইল recovery করতে পারবেন । আপনি প্রথমে চেক করতে পারেন কিছু অদরকারি ফাইল ডিলিট করে আবার Recovery করে, সফটওয়্যার টা ঠিক মত কাজ করছে কিনা। […]

এগুলো পড়তে পারেন