রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)

follow-upnews
0 0

বাংলাদেশেও শনাক্ত করোনাভাইরাস: প্রতিরোধে যা করবেন

বাংলাদেশেও শনাক্ত করোনাভাইরাস! প্রতিরোধে যা করতে হবে শুনে নিন আইইডিসিআরের পরিচালকের মুখ থেকে।

Posted by BBC News বাংলা on Sunday, March 8, 2020

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকারের একটি গবেষণা ইনস্টিটিউট, যা বাংলাদেশে মহামারী ও সংক্রামক ব্যাধি গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ বিষয়ে কাজ করে।

১৯৭৬ সালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এই সময় পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় ম্যালেরিয়া ইনস্টিটিউটকে এটির সাথে অন্তর্ভুক্ত করা হয়— যেটি ১৯৪৭ সালে ভারত বিভাগের সময় ভারতের কেন্দ্রীয় ম্যালেরিয়া ইনস্টিটিউট থেকে দ্বিখণ্ডিত হয়ে জন্ম হয় ও ১৯৫৪ সালে এটি ঢাকায় কাজ শুরু করে।

এটি মহামারী ও সংক্রামক রোগ গবেষণা এবং সরকারের জন্য জনস্বাস্থ্য পরিকল্পনা বিকাশ নিয়ে কাজ করে।

প্রতিষ্ঠানটি (আইইডিসিআর) ঢাকার মহাখালিতে অবস্থিত।

যোগাযোগ: পরিচালক, ০২-৯৮৯৮৭৯৬, ০২-৯৮৯৮৮৯১

কারো শরীরে করোনাভাইরাস ধরা পড়লে বা সন্দেহ আইইডিসিআর-এর সাথে যোগাযোগ করুন।

করোনা ভাইরাস

Next Post

ভারত সরকারের নতুন নাগরিকত্ব আইন এনআরসি কে কেন্দ্র বাংলাদেশে পানি ঘোলা করতে চাচ্ছে কিছু মানুষ

বাংলাদেশের জনগণ যে দেশটি সম্পর্কে অপেক্ষাকৃত বেশি ধারণা রাখে তা হলো প্রতিবেশি ভারত। নানা প্রয়োজনে এদেশের মানুষ ভারত যায়। শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ, তীর্থযাত্রা ইত্যাদি। দুদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষার মিল এই মেলবন্ধনের অন্যতম নিয়ামক। ভারতীয় বই, পত্র–পত্রিকা, গান, চলচ্চিত্র, খাবার আমাদের দেশে বেশ জনপ্রিয়। গুলশান, বারিধারায় অবস্থিত সব কটি বিদেশি […]
তপন পালিত

এগুলো পড়তে পারেন