কালের বিবর্তনে হারিয়ে যায় অনেক কিছু, আসে নতুনত্ব। প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্য বা প্রাণ-প্রকৃতি নিয়ে আমাদের এই আয়োজন। এখানে ক্রমান্বয়ে ছবি এবং ক্যাপশন যুক্ত হবে।
একসময় বাংলাদেশের মানুষ টালি দিয়ে ঘর বানাত। তবে সময়ের ব্যবধানে এসে টিন স্বস্তা হওয়ায় এখন আর কেউ টালি দিয়ে ঘর বানায় না খুব একটা। তবুও কোথাও কোথাও টালির ঘর দেখা যায়। সাতক্ষীরা জেলার খেজুরবাড়িয়ায় দেখা মিললো এই ঘরগুলো।
মাটির ঘর এখনো বাংলাদেশের কিছু জায়গায় টিকে আছে। ছবিটি সাতক্ষীরা জেলার কৈখালী ইউনিয়নের কৈখালী গ্রাম থেকে তোলা।
গ্রামগঞ্জে এক সময় দেখা যেত হুড বা ছইআলা ভ্যান, যেটি এখন সাধারণত দেখা যায়। তবুও সাতক্ষীরার কয়েকটি উপজেলায় এখনো টিকে আছে এ ঐতিহ্য। ছবিটি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদর থেকে তোলা।