বাংলাদেশ হতে বিলুপ্তপ্রায় যা কিছু

follow-upnews
0 0

কালের বিবর্তনে হারিয়ে যায় অনেক কিছু, আসে নতুনত্ব। প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্য বা প্রাণ-প্রকৃতি নিয়ে আমাদের এই আয়োজন। এখানে ক্রমান্বয়ে ছবি এবং ক্যাপশন যুক্ত হবে।

সাতক্ষীরা
একসময় বাংলাদেশের মানুষ টালি দিয়ে ঘর বানাত। তবে সময়ের ব্যবধানে এসে টিন স্বস্তা হওয়ায় এখন আর কেউ টালি দিয়ে ঘর বানায় না খুব একটা। তবুও কোথাও কোথাও টালির ঘর দেখা যায়। সাতক্ষীরা জেলার খেজুরবাড়িয়ায় দেখা মিললো এই ঘরগুলো।
কৈখালী, সাতক্ষীরা
মাটির ঘর এখনো বাংলাদেশের কিছু জায়গায় টিকে আছে। ছবিটি সাতক্ষীরা জেলার কৈখালী ইউনিয়নের কৈখালী গ্রাম থেকে তোলা।

সাতক্ষীরা

কালিগঞ্জ
গ্রামগঞ্জে এক সময় দেখা যেত হুড বা ছইআলা ভ্যান, যেটি এখন সাধারণত দেখা যায়। তবুও সাতক্ষীরার কয়েকটি উপজেলায় এখনো টিকে আছে এ ঐতিহ্য। ছবিটি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদর থেকে তোলা।
Next Post

নেই বধ্যভূমির নাম বা গণহত্যার কোনো বিবরণ, স্মৃতিফলকে আছে শুধু উদ্বোধনকারীদের নাম!

২০১৮ সালের ২৫ মার্চ উদ্বোধন করা হয়েছে এই স্মৃতি ফলকটি। ১৯৭১-এর গণহত্যা স্মরণে স্মৃতিফলকটি নির্মাণ করা হলেও নেই সে সম্পর্কিত কোনো তথ্য। স্মৃতিস্তম্ভের পাশে একটি নাম ফলকে ভুল বানানে লেখা রয়েছে— “মুক্তিযোদ্ধা বদ্ধভূমি স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জনাব অধ্যাপক ডা: আ.ফ.ম. রুহুল হক (মাননীয় সংসদ সদস্য-১০৭, সাতক্ষীরা-৩), […]
কালিগঞ্জ