Headlines

ছবির গল্প: ওদের মা থাকে আকাশে

ছবিটি মসনী গ্রামের উত্তর পাড়া থেকে তোলা। ওরা দুই ভাই-বোন। বোনটি ভাইয়ের ছবি তোলার সময় বলছে, দাঁড়া, তোর একটা ছবি তুলে মা কে পাঠাই।

আমি জানতে চাইলাম ওদের মা কোথায় থাকে। বলতে পারল না, বোনটি বলল, বিদেশ থাকে, ক্ষুধে ভাইটি আকাশের দিকে আঙ্গুল তুলে বলল, আকাশে থাকে।  

Masni

https://youtu.be/obTVyhw4z1o?t=6