কচুয়া সদরের সাথে উত্তরের তিনটি ইউনিয়নকে যুক্ত করেছে এই ব্রিজটি।নদীটি একসময় প্রশস্ত ছিল, তবে প্রবাহ কমে গিয়ে এটি এখন শীর্ণকায়।নান্দনিক এ ভাস্কর্যটি রয়েছে কচুয়ায় অবস্থিত সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ চত্বরে।এ স্থানটিতে নির্মিত হচ্ছে একটি নাগরিক স্বাস্থ্যসেবাকেন্দ্র।কচুয়ার খেলার মাঠে ঢুকতে চোখে পড়বে পুরনো আমলের এ কালভার্টটি।
—চলবে
এই ফিচারটিতে ধারাবাহিকভাবে স্থিরচিত্র এবং আলোকচিত্র যুক্ত হবে।