আই সি টি (ICT) অর্থাৎ ইনফরমেশন টেকনোলজী বিষয়ক এই মজার তথ্যগুলো জেনে রাখতে পারেন-
- প্রথম ৫০ মিলিওন ব্যবহারকারী তৈরিতে রেডিও আর টেলিভিশন যথাক্রমে ৩৮ এবং ১৩ বছর নিলেও ইন্টারনেট নিয়েছে মাত্র ৪ বছর।
- পৃথিবীর প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার ENIAC-এর ওজন ছিলো ২৭ টনের বেশী আর তা ১৮০০ স্কয়ার ফিট জায়গা দখল করতো।
- কম্পিউটার মাউসের আবিস্কারক Doug Engelbart-এর আবিষ্কৃত মাউসটি ছিলো কাঠের তৈরি।
- HP, Google, Microsoft এবং Apple এর একটা অদ্ভুত মিল হচ্ছে এদের সকলের জন্মই গ্যারাজে।
- বিশ্বের প্রথম রেজিস্টার্ড ডোমেন নেম হচ্ছে symbolics.com যা ১৫ই মার্চ, ১৯৮৫ সালে রেজিস্ট্রেশন করা হয়।
- সাধারণত প্রত্যেকে মিনিটে প্রায় ২০ বার চোখের পলক ফেললেও, ইলেক্ট্রনিক স্ক্রিন (বিশেষত কম্পিউটার বা মোনবাইল ফোনের ডিস্প্লে) দেখার সময়ে প্রায় ৭ বার পলক ফেলি। তাই দীর্ঘক্ষন ব্যবহারে আমরা চোখের ক্লান্তি অনুভব করি।
- মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম সফটওয়্যার “উইন্ডোজ” এর কোড নেম ছিলো “ইন্টারফেস ম্যানেজার”। নাম হিসেবে “উইন্ডোজ”-কে বেছে নেওয়ার কারন হচ্ছে তা “ইন্টারফেস ম্যানেজার”-এর চেয়ে বেশী আবেদনময়ী।
- প্রথম হার্ডডিস্ক প্রস্তুত হয় ১৯৭৯ সালে এবং তার ধারন ক্ষমতা ৫ মেগাবাইটের বেশী ছিলো না।
- নাসায় গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি ও সার্জের জন্য রানওয়ে আছে, যেটা শুধুমাত্র তারাই ব্যাবহার করেন, অন্য কেউ নয়।
- ইউটিউবে আপলোড হওয়া প্রথম ভিডিওটির শিরোনাম ছিলো “Me at the zoo”, যা ছিলো স্যান দিয়েগো চিড়িয়াখানায় চিত্রায়িত। ইউটিউবের একজন প্রতিষ্ঠাতা জাওয়াদ করিম ছিলেন ভডিওটিতে।
জানা-অজানা এমন আরো কিছু মজার তথ্য অন্য একদিন উপস্থাপন করা হবে।