বলিউডের নামী অভিনেতা শাহরুখ খান বংশসূত্রে মুসলিম, তবে তার স্ত্রী (গৌরি ছিব্বর) একইভাবে হিন্দু। তাহলে তাদের সন্তানদের ধর্ম পরিচয় কী হবে? এটা জানতে আগ্রহ রয়েছে অনেক মানুষের।
শাহরুখ বলেন, তার বাড়িতে হিন্দু, মুসলিম, কে কোন ধর্মের— এসব নিয়ে কোনোদিন আলোচনা হয় না।
শাহরুখের কথায়, অনেকসময় স্কুলের ফর্মে কোন ধর্ম সেটা পূরণ করতে হয়। আমার মেয়ে যখন ছোট, ও আমায় এসে একবার জিজ্ঞাসা করেছিল বাবা আমি কোন ধর্মাবলম্বী? আমি উত্তরে বলি আমরা ভারতীয়, বিশেষ কোনো ধর্মের নই। আর হওয়া উচিতও নয় তা।
প্রসঙ্গত, শাহরুখের বাসভবন মান্নাতে যেভাবে আড়ম্বরের সঙ্গে ঈদ উদযাপন করা হয়, ঠিক সেভাবেই হয় গণেশ চতুর্থীর অনুষ্ঠান।
শাহরুখ বলেছেন, আমি নামাজ পড়ি না, তবে আমি ইসলামিক। মনে করি যে ইসলাম একটা সুন্দর ধর্ম এবং এর নিয়মকানুনগুলো খুবই ভালো।
শাহরুখ আরো জানান, সন্তানদের নাম রাখার সময় কোনো ধর্মকে প্রাধান্য দেননি তিনি। তবে তাদের নামের শেষে জুড়ে দেয়া ‘খান’ বাদ দেয়া যায়নি বাবার পরিচয় বলে।
সূত্র: জিনিউজ