মুজিব বর্ষে ফটো কনটেস্ট ২০২০-২০২১ // প্রতি মাসে ৩টি পুরস্কার

follow-upnews
0 0

ছবি প্রতিযোগিতা

এই প্রতিযোগিতা মার্চ-২০২০ থেকে শুরু হয়ে সেপ্টেমম্বর-২০২১ পর্যন্ত চলবে। ডিসেম্বর-২০২১-এ প্রতিযোগিতায় বিজয়ী ছবিগুলো নিয়ে  (১০০টি ছবি) একটি গ্রান্ড ফেস্টিভ্যাল আয়োজন করা হবে, যেখানে দেশী বিদেশী অতিথীরা থাকবেন। 

প্রতিমাসে তিনটি ছবিকে পুরস্কৃত করা হবে, এবং সার্টিফিকেট দেওয়া হবে। এবং প্রতি মাসে পাঁচটি ছবি (বিজয়ী তিনটি ছবি সহ) গ্রান্ড ফেস্টিভ্যালের জন্য মনোনিত হবে।

ক্যাটাগরি: 

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু       ♣ বাংলা আমার       ♣ পথশিশু       ♣ কর্মজীবী নারী      ♣ সুপেয় পানির সমস্যা

এই পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি ক্যাটাগরিতে সর্বোচ্চ পাঁচটি ছবি পাঠানো যাবে, তবে মোট ছবি পাঁচটির বেশি হতে পারবে না। অর্থাৎ কেউ যদি একটি ক্যাটাগরিতে পাঁচটি ছবি পাঠায়, তাহলে অন্য ক্যাটাগরিতে ছবি পাঠাতে পারবে না। কেউ যদি একটি ক্যাটাগরি থেকে একটি ছবি পাঠায়, তাহলে চাইলে পাঁচটি ক্যাটাগরিতেই সে অংশগ্রহণ করতে পারবে। পুরো প্রতিযোগিতায় সর্বোচ্চ তিনবার (তিন মাসে) অংশগ্রহণ করা যাবে। 

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:

১। ছবিটি অবশ্যই নিজের তোলা হতে হবে। অন্য কেউ ছবিটি নিজের বলে দাবী করলে প্রতিযোগিতা হতে আপনার নাম বাদ যাবে। 

২। একজন এক মাসে সর্বোচ্চ ৫টি ছবি পাঠাতে পারবে। 

৩। ছবির সাইজ হতে হবে 4R থেকে 10R এর মধ্যে। (নিচে মাপ দেখানো হয়েছে)

৪। ছবিটি কোন জায়গা থেকে তোলা হয়েছে এবং সম্ভাব্য কোন তারিখে তোলা হয়েছে তা দিতে হবে। 

৫। অন্য কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া ছবি দেওয়া যাবে না। 

৬। ছবির  কপিরাইট আপনারই থাকবে। আমরা প্রদর্শনী ব্যতীত অন্য কোনো কাজে আপনার ছবি ব্যবহার করব না। 

৭। ছবির সফট্ কপি মেইল করে পাঠাতে হবে। আপনার মোবাইল নম্বর দিতে হবে।

৮। আপনার ছবিটি পত্রিকার পেজে আপলোড করা হবে। পেজ থেকে নিয়ে তৃতীয় কোনো পক্ষ ছবিটি কোথাও ব্যবহার করলে সেজন্য ফলোআপ নিউজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। 

৯। পেজে আপনার ছবিতে প্রতি ১০টি লাইক = ১ নম্বর, এবং প্রতি ৫টি কমেন্ট = ১ নম্বর ধরে স্কোর করা হবে। [ছবি আপলোড করার পর থেকে ৩০ দিনের মধ্যে যতগুলো লাইক এবং কমেন্ট পড়বে সে হিসেবে আপনার স্কোর হবে] প্রতি মাসের ৫ তারিখে প্রতিযোগীদের ছবি আপলোড করা হবে।  এবং ১০০-এর মধ্যে বিচারকগণের দেওয়া  নম্বর যোগ করে আপনার চূড়ান্ত অবস্থান নির্ধারিত হবে। বিজয়ীদের নাম পেজে এবং মেইল করে জানিয়ে দেওয়া হবে।

১০। প্রতিটি ছবির জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০টাকা বিকাশে পাঠাতে হবে। পাঁচটি ছবি প্রতিযোগিতায় অংশ নিলে ৫০০টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 

গ্রান্ড ফেস্টিভ্যাল থেকে বিজয়ী তিনজনকে নিয়ে আন্তর্জাতিক সফর আয়োজন করা হবে।

০১৮৪ ৬৯ ৭৩২৩২ (বিকাশ)

[email protected]

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে অবশ্যই ফলোআপ নিউজ ফেসবুক পেজে লাইক দিয়ে তারপর ইভেন্টে অংশ নিতে হবে।

আয়োজন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।


ছবির মাপ

Next Post

নামাজ পড়েন না শাহরুখ খান, ছেলে মেয়েদের ধর্মীয় পরিচয় বললেন, ’ভারতীয়’

বলিউডের নামী অভিনেতা শাহরুখ খান বংশসূত্রে মুসলিম, তবে তার স্ত্রী (গৌরি ছিব্বর) একইভাবে হিন্দু। তাহলে তাদের সন্তানদের ধর্ম পরিচয় কী হবে? এটা জানতে আগ্রহ রয়েছে অনেক মানুষের। শাহরুখ বলেন, তার বাড়িতে হিন্দু, মুসলিম, কে কোন ধর্মের— এসব নিয়ে কোনোদিন আলোচনা হয় না। শাহরুখের কথায়, অনেকসময় স্কুলের ফর্মে কোন ধর্ম সেটা […]
শাহরুখ খান

এগুলো পড়তে পারেন