ক এবং খ এর মধ্যে প্রতিযোগিতা চলছে । গ বিচারক । ক এবং খ হচ্ছে পাবলিক।
যে যে মানদণ্ডে প্রতিযোগিতা চলছে-
১। সততা;
২। বুদ্ধিমত্তা;
৩। দয়াশিলতা;
৪। হৃদয়বৃত্তি;
৫। শিক্ষা;
৬। অধ্যবসায়।
প্রতিযোগিতা শুরু :
*কে বেশি সৎ?
বিচারক (গ) : ক
[গ মনে মনে- ক তো আমার চেয়েও সৎ]
*কে বেশি বুদ্ধিমান?
বিচারক : ক
[মনে মনে- ক তো আমার চেয়েও বুদ্ধিমান]
*কে বেশি দয়াশীল?
বিচারক : ক
[ক তো আমার চেয়ে অনেক বেশি দয়াশীল]
*কে সুকুমার?
বিচারক : এইডাও তো ক।
[ক তো আমার চেয়ে অনেক সুকুমার]
* কে বেশি শিক্ষিত?
বিচারক : ক এবং খ দুজনেই শিক্ষিত।
[হে হে … আমিও শিক্ষিত, ডক্টরেট]
*কে অধ্যবসায়ী?
বিচারক : ক এবং খ দু’জনই অধ্যবসায়ী, তবে খ ‘ব্যবসায়ীও’।
[আমিও অধ্যবসায়ী, তবে আমি একজন বিচার-ব্যবসায়ী।]
এবার সিদ্ধান্ত দেওয়ার পালা। ইতিমধ্যে খ তার সমর্থকসহ চেঁচিয়ে উঠেছে। বলছে- ক নাস্তেক ব্লগার, হের সাথে খেলব না; গ একমত হয়েছে। ঠিক তাই, ক নাস্তেক ব্লগার, এ প্রতিযোগিতা বাতিল। নাস্তিকতার বিচার হবে আগে। খ আবার সমর্থকসহ চিৎকার করে উঠেছে- বিচার লাগবে না, নাস্তিকের বিচার মানুষের নির্দশে হবে না।
[গ মনে মনে, তা মন্দ হয় না।]