নিজের এবং পরিবারের সংস্কার আগে করুন –দীপ্রা নাথ

follow-upnews
0 0

অন্যের ভূল অন্যায় সবাই ধরি, চিৎকার করে বলিও, কিন্তু কয়জন নিজের আর নিজের আপনজনের অন্যায়ের বা ভুলের বিরুদ্ধে কথা বলি?

আপনার মা যদি গ্যাসের চুলা জ্বালিয়ে রেখে দেয়, কখনো কখনো এক ঘন্টা ধরে ফাঁকা চুলা জ্বলে, আপনি মানা করলে যদি না শোনে কী ব্যবস্থা নেবেন আপনি?

আপনার বাবা আপনার মা কে ডোমিনেট করে, মানুষের সামনে ছোটো করে, বলবেন তাকে আর তা না করতে?

গ্রামের বাড়িতে গেছেন, সাম্প্রদায়িক বিদ্বেষের আলোচনা হচ্ছে পরিবারে, থামাবেন, বোঝাবেন?

আপনার বন্ধু রাজনীতি আর চাঁদাবাজি করে বেড়ায় আপনার সামনে, আপনি তাকে থামতে বলবেন, তার নামে অভিযোগ করবেন?

মানুষ বন ধ্বংস করে, জ্বালানি ব্যবহার করে পরিবেশের ক্ষতি করছে বলে চিৎকার করছেন আবার আপনি নিজেই সিগারেট ধোঁয়া দিয়ে নিজের আর পাশের মানুষগুলোর ক্ষতি করছেন। এটা যে ভুল, বুঝতে পেরে ছাড়তে পারবেন সিগারেট?

কাউকে মিথ্যা বলে তার কাছ থেকে বড় ধরনের সুবিধা নিয়েছেন , মনে আঘাত দিয়েছেন। ক্ষতিপূরণ করতে পারবেন, ফেরাতে পারবেন তার বিশ্বাস ?

না পারলে, অন্যের ভূল ধরিয়ে দেওয়া বাদ দিন। আগে নিজের আর পরিবারকে দিয়ে শুরু করুন, নিজেরা ভালো হতে চেষ্টা করুন, তারপর অন্যের দোষ ধরবেন, জগতের ভালো করবেন।

-দীপ্রা নাথ

Next Post

দেখতে যাবেন শিমুল ফুলের বাগান?

১০০ বিঘার বেশি জায়গা জুড়ে সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর তীরে রয়েছে শিমুল ফুলের বাগান। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে যাদুকাটা নদী আর এপারে শিমুল বন। সব মিলে সেখানে গড়ে উঠেছে প্রকৃতির এক অনবদ্য রূপ। জায়গাটা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউয়ের গড়। ১৪ বছর আগে ২ হাজার ৪০০ শতক জমিতে শখের বসে […]