ফেসবুক থেকে: “ওনারা কিসের ইঞ্জিনিয়ার?”

follow-upnews
0 0

নিখিল কুমার দাস ঢাকা

হাতিরঝিল থেকে কাওরান বাজার ফ্লাইওভার হবে। ভালো খবর।
কেন হবে ? কাওরান বাজার রেল- ক্রসিং এ যানজট কমানর জন্য।
ওখানকার কুকুর, বিড়াল, গরু, ছাগল, হাস- মুরগী সকলে জানে কিভাবে
রেল- ক্রসিং পার হতে হয়। কিন্তু শুধু জানেননা ইঞ্জিনিয়ারগণ।

কিন্তু যখন ওনরা ইঞ্জিনিয়ারিং পড়ার চিন্তা করতেন ; তখন বলতেন ইঞ্জিনিয়ারিং পড়ে দেশের উন্নয়ন করবেন!

কিন্তু বাস্তবে এসে কি করলেন ? হাতিরঝিল থেকে রেললাইনের উপর দিয়ে ওভার ব্রিজ কাওরানবাজার নামবে। কিন্তু ওনরা কি করলেন?
ওভারব্রিজ নাকরে ডাউনব্রিজ করললেন। অর্থাৎ রেল- লাইনের আগে ব্রিজটা নামিয়ে শেষ করলেন।

তার অর্থ যানজট আগের চেয়ে বেশি শুরু হল। পরে
প্রধাণমন্ত্রীর নির্দেশে ব্রিজটা ভেংগে আবার রেল-লাইনের উপর দিয়ে নিয়ে
কাওরান বাজার নামালেন। এতে অতিরিক্ত ২০০ কোটি টাকা বেশি খরচ
হল। এখন জনগণের প্রশ্ন, তাহলে ওনরা কি ইঞ্জিনিয়ারিং পড়লেন ?

কি বা ডিজাইন করলেন? কেনইবা জনগণের ২০০ কোটি টাকা গচ্চা দিলেন?
আর ওই ওনাদের জরিমানা নাকরে সরকারও ২০০ কোটি টাকা জনগণের
উপর চাপালেন। আমার কথা হল – তাহলে কি ডিজাইন কোরলেন
ওই ইঞ্জিনিয়ারগণ, কিবা ইঞ্জিনিয়ারিং পড়াশুনা করলেন ওনরা? এবং
ওনরা কিসেরইবা ইঞ্জিনিয়ার ?


নিখিল কুমার দাস

দ্রষ্টব্য: ফেসবুকের লেখা কোনোরূপ এডিট করা হয় না।

Next Post

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস মোট ২০০ নম্বর ১) বাংলা মোট ৩৫ নম্বর i) সাহিত্য থেকে ২০ ii) ভাষা থেকে ১৫ ২) ইংরেজী  মোট ৩৫ নম্বর i) সাহিত্য থেকে ১৫ ii) ভাষা থেকে ২০ ৩) সাধারণ জ্ঞান এ দুইটি অংশ থাকে বাংলাদেশ বিষয়াবলী থেকে ৩০ এবং আন্তর্জার্তিক বিষয়াবলী থেকে ২০ মোট ৫০ […]
psc Bangladesh