বঙ্গবন্ধুর কয়েকটি গুরুত্বপূর্ণ ছবি

follow-upnews
0 0
বঙ্গবন্ধু
১৯৭২-এর মাঝামাঝি বঙ্গবন্ধুর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। ১৯৭২-এর আগস্টে বঙ্গবন্ধুর গ্যালস্টোন ও এপেনডেক্সের অপারেশন হয়। দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বঙ্গবন্ধুকে দেখতে আসেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এলেক ডগলাস-হোম। ছবিঃ আগস্ট ০৮, ১৯৭২, ছবি : মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ
অস্ত্র জমা দেওয়ার একটি মুহূর্ত
অস্ত্র জমা দেওয়ার একটি মুহূর্ত । বঙ্গবন্ধু স্টেডিয়ামে, ৩১ জানুয়ারি ১৯৭২।
72-75
ম্যানিলিন স্টাফোর্ডের তোলা বঙ্গবন্ধুর একটি ছবি। সূত্র : মুক্তিযুদ্ধ ই আর্কাইভ।
১৯৭০
ভোট দেয়ার জন্য পোলিং স্টেশনে অপেক্ষারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময়কালঃ ৭ ডিসেম্বর ১৯৭০, স্থানঃ ধানমন্ডি বালিকা বিদ্যালয়, ছবি: জালাল উদ্দিন সরকার।

 

 

১৯৭১
সাধারণ মানুষের সাথে বঙ্গবন্ধু, ২৪ মার্চ ১৯৭১, ধানমন্ডি ৩২, ঢাকা । ছবি : জালাল উদ্দিন সরকার।

 

 

 

 

 

 

 

 

Next Post

কবিতাটি একটি আফ্রিকান দেশের সরকারি কর্মকর্তাদের নিয়ে লেখা

এইসব সরকারি কর্মকর্তা, কোর্ট টাই স্যুট পরে, সাবধানে নড়েচড়ে, ঘুষ খেয়ে পকেট ভরে। তবু তারা ভালো, ঘরে বাইরে এরাই আবার জ্বালে সব আলো। বউকে দেয় এসি ঝাড়বাতি জন্মদিনে হিরার গয়না, মেটায় সব প্রেমিকা পতিতাদেরও বাহানা। কোনোমতে অফিশটুকু সারে, হিন্দু মুসলিম নারী পুরুষ এমনকি বন্দুক রাখে জুচ্চোরদেরও ঘাড়ে। পাঁচদিনের কামাই তাতেই […]

এগুলো পড়তে পারেন