অস্ট্রেলিয়ায় স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য প্রতিবছরই স্কলারশিপ দেয় অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ান ডেভেলপমেন্ট স্কলারশিপের আওতায় ওই সুযোগ দেয়া হয়। ওই স্কলারশিপের আওতায় আপনি বিনা খরচে পড়াশোনা করতে পারবেন। এছাড়া বছরে পাবেন ১৮ লাখ টাকারও বেশি। এছাড়া থাকা-খাওয়া বাবদ পাবেন আরও ৩ লক্ষাধিক টাকা। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত :
যা করতে পাবেন : ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডির জন্য আবেদন করা যাবে। অস্ট্রেলিয়ার যেকোন বিশ্ববিদ্যালয়ে এই বৃত্তির অধীনে পড়াশোনা করা যাবে।
সুযোগ-সুবিধা :
>>> এ স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে।
>>> যাওয়া-আসার ফ্রি বিমান টিকেট।
>>> ভাতা প্রদান করা হবে।
>>> জীবন-যাত্রার ব্যায়ের জন্য প্রতিবছর ১৮ লাখ ৩১ হাজার টাকা দেয়া হবে।
>>> এছাড়া থাকা খাওয়ার জন্য আরও ৩ লাখ টাকা দেয়া হবে।
>>> বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে।
>>> প্রাথমিক প্রাতিষ্ঠানিক প্রোগ্রাম।
>>> ইংরেজি ভাষা শিক্ষা কোর্স ফিসহ আরো অনেক সুবিধা।
আবেদনের যোগ্যতা :
১. স্কলারশিপের জন্য নূন্যতম ১৮ বছর বয়স হতে হবে।
২. আবেদনের সময় বা পরে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের কোন নাগরিকের সঙ্গে বিয়ে বা বাগদত্তা হলে আবেদন বাতিল হবে।
৩. অস্ট্রেলিয়ার নাগরিক হলে আবেদনা করা যাবে না।
আবেদনের নিয়ম:
– আবেদনের জন্য বিস্তারিত জানতে : http://dfat.gov.au/people-to-people/australia-awards/Pages/how-to-apply-for-an-australia-awards-scholarship.aspx
– বাংলাদেশিরদের জন্য নির্ধারিত ওয়েবসাইট : http://dfat.gov.au/about-us/publications/Pages/bangladesh-information-for-intake.aspx
– স্কলারশিপের জন্য অফিসিয়াল ওয়েবসাইট : http://dfat.gov.au/people-to-people/australia-awards/Pages/australia-awards-scholarships.aspx
আবেদনের শেষ সময় : বাংলাদেশি শিক্ষার্থীরা ১ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।