ইংরেজিতে কথা বলতে হলে প্রথমে আপনাকে প্রয়োজনীয় বিষয়গুলো সণাক্ত করতে হবে। যেমন, দৈনন্দিন প্রয়োজনের একটি হিসেব আগে করুন। সকালে উঠেই আপনি কী করেন?
১। ঘুম থেকে ওঠেন;
২। হাত-মুখ ধোন;
৩। নাস্তা করেন;
৪। স্কুল/কলেজ/কাজে যান;
৫। বাসায় ফেরেন;
৬। সন্ধ্যায় পড়তে বসেন/টিভি দেখেন/গল্প করেন;
৭। ঘুমোতে যান।
এটা অত্যন্ত সরলীকরণ হল, আপনি এগুলো এভাবে করেন এমনটি হয়ত নয়, কিন্তু এগুলো প্রত্যেকেরই করতে হয়, আপনাকে শেখার শুরুটা করতে হবে এভাবে।
এবার শিখতে হবে উপরিউক্ত বিষয়গুলোর ইংরেজি-
1. waking up/ getting up;
2. making fresh
3. taking breakfast;
4. going to school/college/office;
5. coming back home;
6. reading/gossiping/watching television;
7. going to bed.
* wake up অর্থ জাগা; get up অর্থ ওঠা। অর্থাৎ wake up ব্যবহার করা হয় বিছানা না ছাড়লে, বিছানা ছাড়লে get up ব্যবহার করতে হবে ।
এখন বাক্য তৈরি করে দেখানো যাক-
যেহেতু প্রাত্যহিক কাজ নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে, তাই বাক্যগুলো present indefinite tense এ গঠন করতে হবে।
1. I wake up 6 a.m. in the morning.
2. After making myself fresh I take my breakfast at 8 a.m.
3. At 9 a.m. I go to school.
4. My school ends at 4 p.m. then I come back home and take a soft bath.
5. After taking some snacks I watch television for sometime.
6. I study till 11 p.m. and go to bed at 11:30.
https://youtu.be/zD0477jbiGI