Spoken English : ইংরেজিতে কথা বলতে হলে (১)

ইংরেজিতে কথা বলতে হলে প্রথমে আপনাকে প্রয়োজনীয় বিষয়গুলো সণাক্ত করতে হবে। যেমন, দৈনন্দিন প্রয়োজনের একটি হিসেব আগে করুন। সকালে উঠেই আপনি কী করেন?

১। ঘুম থেকে ওঠেন;

২। হাত-মুখ ধোন;

৩। নাস্তা করেন;

৪। স্কুল/কলেজ/কাজে যান;

৫। বাসায় ফেরেন;

৬। সন্ধ্যায় পড়তে বসেন/টিভি দেখেন/গল্প করেন;

৭। ঘুমোতে যান।

এটা অত্যন্ত সরলীকরণ হল, আপনি এগুলো এভাবে করেন এমনটি হয়ত নয়, কিন্তু এগুলো প্রত্যেকেরই করতে হয়, আপনাকে শেখার শুরুটা করতে হবে এভাবে।

এবার শিখতে হবে উপরিউক্ত বিষয়গুলোর ইংরেজি-

1. waking up/ getting up;

2. making fresh

3. taking breakfast;

4. going to school/college/office;

5. coming back home;

6. reading/gossiping/watching television;

7. going to bed.

* wake up অর্থ জাগা; get up অর্থ ওঠা। অর্থাৎ wake up ব্যবহার করা হয় বিছানা না ছাড়লে, বিছানা ছাড়লে get up ব্যবহার করতে হবে ।

এখন বাক্য তৈরি করে দেখানো যাক-

যেহেতু প্রাত্যহিক কাজ নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে, তাই বাক্যগুলো present indefinite tense এ গঠন করতে হবে।

1. I wake up 6 a.m. in the morning.

2. After making myself fresh I take my breakfast at 8 a.m.

3. At 9 a.m. I go to school.

4. My school ends at 4 p.m. then I come back home and take a soft bath.

5. After taking some snacks I watch television for sometime.

6. I study till 11 p.m. and go to bed at 11:30.

https://youtu.be/zD0477jbiGI


দিব্যেন্দু দ্বীপ