যুক্তি দিয়েও অংক করা যায়, যেমন-

follow-upnews
0 0

প্রশ্ন: একটি গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার এবং পিছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ২০০ বার বেশি ঘুরবে?

সমাধান: চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে। এটাও কিন্তু মুখস্থ রাখার দরকার নেই। চাকা ঘুরতে দেখলেও তা বোঝা যায়। এখন ২০ মিটার যেতে সামনের চাকার ঘুরতে হবে ৫ বার, পিছনের চাকার ঘরতে হবে ৪ বার।
সামনের চাকার ১ বার বেশি ঘুরতে হয় ২০ মিটার যেতে, তাহলে ২০০ বার বেশি ঘুরতে হবে ২০*২০০ = ৪০০০ মিটার বা ৪ কি.মি. যেতে।


JoVEN JoBS

Next Post

ইংরেজি শিক্ষা : "ভয়েজ চেঞ্জ শেখার দরকার নেই"

সেই ষষ্ঠ শ্রেণী থেকে আজ অবদি, অর্থাৎ চাকরির পরীক্ষায়ও ইংরেজি শিক্ষার অংশ হিসেবে পরীক্ষায় ভয়েজ চেঞ্জ আসে, কিন্তু কোনোদিন আমাদের শেখা হয়নি যে, ভয়েজ চেঞ্জের গুরুত্ব আসলে ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে আদৌ আছে কিনা? ভয়েজ (কর্তা প্রধান বাক্য, নাকি কর্ম প্রধান বাক্য) বোঝা দরকার— একটিভ এবং প্যাসিভ সেন্টেন্স বোঝা দরকার। […]